চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malai curry recipe in Bengali)

Poulami Sen
Poulami Sen @cook_18123741

#GA4
Week14
এই সপ্তাহের ধাঁধা থেকে "কোকোনাট মিল্ক " শব্দটি বেছে নিয়ে আমি কোকোনাট মিল্ক দিয়েএকটি অপূর্ব স্বাদের চিংড়ি মালাইকারি বানিয়েছি।

চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malai curry recipe in Bengali)

#GA4
Week14
এই সপ্তাহের ধাঁধা থেকে "কোকোনাট মিল্ক " শব্দটি বেছে নিয়ে আমি কোকোনাট মিল্ক দিয়েএকটি অপূর্ব স্বাদের চিংড়ি মালাইকারি বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৫ জন
  1. ৪০০ গ্রাম বাগদা চিংড়ি
  2. ২ কাপ নারকেলের দুধ
  3. ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  4. ১/২ টেবিল চামচ আদা বাটা
  5. ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  6. ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ জিরে বাটা
  8. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  9. ১/২ চা চামচ গরম মশলা বাটা
  10. স্বাদমতোনুন ও চিনি
  11. ১ টি তেজপাতা
  12. ১ টুকরো দারুচিনি
  13. ২ টো লবঙ্গ
  14. ২ টো এলাচ
  15. ১/২ কাপ সর্ষের তেল
  16. ১ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে পরিষ্কার করে চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে তারপর সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে তাতে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ,এলাচ ফোঁড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরতে শুরু করলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

  3. 3

    পেঁয়াজ হালকা ভাজা হলে আদাবাটা,কাঁচালঙ্কা বাটা এবং মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভাজতে হবে মিডিয়াম আঁচে।

  4. 4

    সমস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, লঙ্কাগুঁড়ো ও জিরে বাটা দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে।

  5. 5

    মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প করে নারকেলের দুধ দিয়ে ভালো করে চিংড়ি মাছ গুলো কষাতে হবে।

  6. 6

    সবটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বাকি নারকেলের দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে ৭ থেকে ৮ মিনিট।

  7. 7

    গ্রেভি ফুটে ঘন হয়ে এলে দিয়ে দিতে হবে স্বাদমতো চিনি এবং আবারো মিডিয়াম আঁচে ফোটাতে হবে ৫ মিনিট।

  8. 8

    ৫ মিনিট পর গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রাখতে হবে ১০ মিনিট।

  9. 9

    গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অসাধারণ স্বাদের চিংড়ির মালাইকারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poulami Sen
Poulami Sen @cook_18123741

Similar Recipes