ঘুগনি (Ghugni recipe In Bengali)

Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

ঘুগনি (Ghugni recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

5 জন
  1. 250 গ্রামমটর
  2. 2 টিআলু
  3. 2 টিপেঁয়াজ
  4. 1টেবিল চামচ আদা রসুন পেস্ট
  5. 2 চা চামচটমেটো কেচাপ
  6. 2 টিকাঁচালঙ্কা
  7. 1 টিপাতিলেবু
  8. 1.5 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 1 চা চামচচাট মশলা
  11. 1 চা চামচ বিট লবণ
  12. 1.5 চা চামচলবণ
  13. 50 এম এলসর্ষের তেল
  14. প্রয়োজন অনুযায়ীধনে পাতা সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মটর ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 4_5 ঘণ্টা। এবার প্রেশার কুকারে মটর দিয়ে মটরের দ্বিগুণ পরিমাণ জল দিতে হবে। হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিতে হবে। আলু গুলো ছাল ছাড়িয়ে মটরের সাথে দিতে হবে, এবং সেদ্ধ করে নিতে হবে। মটর গলে যেনো না যায় খেয়াল রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি টা দিয়ে দিতে হবে।একটু ভাজা হলে এর মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ_ লঙ্কা গুঁড়ো ও স্বাদমতো লবণ দিতে হবে। ভালো করে মশলা টা কষানো হয়ে গেলে এর মধ্যে মটর ও আলু সেদ্ধটা দিয়ে দিতে হবে। 5 মিনিট ফোটাতে হবে।

  3. 3

    5 মিনিট ফুটে একটু ঘন হয়ে এলে কেচাপ টা দিয়ে দিতে হবে। এখানে কেচাপ এর বদলে কেউ ইচ্ছে হলে টমেটো কুচি ও ব্যবহার করতে পারেন।আবার 3 মিনিট ফুটিয়ে নিয়ে চেরা কাঁচালঙ্কা দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।

  4. 4

    পরিবেশন করার সময় চাট মশলা, বিট লবণ,পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি,ধনে পাতা, লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঘুগনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

Similar Recipes