চিকেন চাপ(chicken chap recipe in Bengali)

ভানুমতী সরকার
ভানুমতী সরকার @Cook_020920
Salt Lake

#দোলের
দোল উৎসব মানেই খাওয়া দাওয়া আর পোলাও এর সাথে চিকেন চাপ ভীষণ জমে যাবে

চিকেন চাপ(chicken chap recipe in Bengali)

#দোলের
দোল উৎসব মানেই খাওয়া দাওয়া আর পোলাও এর সাথে চিকেন চাপ ভীষণ জমে যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪জন
  1. ৮০০গ্রাম মাংসের পিস একটু বড়ো করে
  2. ১কাপ টক দই
  3. ৪চা চামচ আদা রসুম বাটা
  4. ২চা চামচ পোস্ত বাটা
  5. ২চা চামচ মগজ বাটা
  6. ২চা চামচ কাজুবাদাম বাটা
  7. ২চা চমচ গোলাপজল
  8. ১ চা চামচকেওরার জল
  9. ১/২ চা চামচগরম মশলা গুড়ো
  10. ২টো বড়ো পেয়াজ বাটা
  11. ১চা চামচকাশ্মিরি লংকার গুড়ো
  12. পরিমাণ মতলবণ
  13. পরিমাণ মতহলুদ
  14. পরিমাণ মতসরিষার তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাংস ধুয়ে জল ঝরিয়ে টক দই, আদা রসুম বাটা,, গরম মশলা গুড়ো, গোলাপ জল, কেওরার জল, লবণ হলুদ লংকার গুড়ো দিয়ে ম্যারিনেট করে ৪-৫ ঘন্টা রেখে দিতে হবে আমি আগের দিন রাতে ম্যারিনেট করে রাখি

  2. 2

    রান্না আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে, কড়াইয়ে তেল গরম করে মশলা থেকে মাংস গুলো ভেজে নিতে হবে

  3. 3

    ভাজা হয়ে গেলে বাকি মশলা টা ও পেয়াজ বাটা দিয়ে ভেজে নিতে হবে তেল ছাড়া হলে কাজু, পোস্ত,ও মগজ বাটা দিয়ে কষে নিতে হবে

  4. 4

    মশলা কষা হলে ভেজে রাখা টুকরো গুলো দিয়ে নারিয়ে নিয়ে পরিমাণ মত জল দিয়ে ফুটে উঠলে আচ সিম করে কিছুক্ষণ রেখে দিতে হবে

  5. 5

    ঝোল টা মাখা মাখা হলে নামিয়ে পোলাও, রুটি পরোটা সব কিছুর সাথেই দারুন লাগে 🧡🧡

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ভানুমতী সরকার
Salt Lake

Similar Recipes