কলকাতা মাটন বিরিয়ানি

Parijat Dutta
Parijat Dutta @cook_16304562

#চালের রেসিপি

কলকাতা মাটন বিরিয়ানি

#চালের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 ঘন্টা
পাঁচ জনের জন্য
  1. 1কেজি (100গ্রাম এর পিস) মটন
  2. 5টাআলু
  3. 500 গ্রামবাসমতি চাল
  4. 150 গ্রামপেঁয়াজ
  5. 150 মি.লি.সাদা তেল
  6. বিরিয়ানী মশলার জন্য
  7. 6টাছোট এলাচ
  8. 1 টাবড় এলাচ
  9. 7-8টালবঙ্গ
  10. 2 টা মাঝারি স্টিকদারচিনি
  11. 1/2 টাজায়ফল
  12. 1/2 চামচশাহীজিরা
  13. 2টাজয়ীত্রি
  14. 1/2চা চামচ দারচিনি
  15. 1 চা চামচমৌরি
  16. মটন ম্যারিনেট করার জন্য
  17. 100 গ্রামটক দই
  18. 1চা চামচ আদাবাটা
  19. 4টেবিল চামচ ভাজা পেঁয়াজ
  20. 1.1/2টেবিল চামচ বিরিয়ানী মশলা
  21. 1/2চা চামচ কেওড়া জল
  22. 1টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  23. পরিমান মতোনুন
  24. চাল এর জন্য মশলা
  25. 6 টাছোট এলাচ
  26. 1 টাবড় এলাচ
  27. 6-8 টালবঙ্গ
  28. 1 চা চামচমৌরি
  29. 2 টোতেজপাতা
  30. পরিমান মতোনুন
  31. এছাড়া লাগবে
  32. 1/2 কাপদুধ
  33. 1/2চা চামচ কেওড়া জল
  34. 4 ফোঁটামিঠা আতর
  35. 3-4ফোঁটা হলুদ ফুড কালার
  36. 5 টিডিম

রান্নার নির্দেশ সমূহ

4 ঘন্টা
  1. 1

    আলু নুন,হলুদ ও ফুড কালার দিয়ে বয়েল করে হালকা ভেজে নিতে হবে

  2. 2

    একই তেলে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিতে হবে ।

  3. 3

    বিরিয়ানী মশলার সব উপকরন ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে ।

  4. 4

    মটন ও মটন ম্যারিনেট করার সব উপকরন একসাথে মিশিয়ে 2-3 ঘন্টা ম্যারিনেট করতে হবে ।

  5. 5

    চাল 4-5 বার ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে ।

  6. 6

    বিরিয়ানীর চাল রান্না করার সব মশলা একটা মলমলের কাপড়ে বেধে নিতে হবে ।

  7. 7

    একটা বড় পাত্রে পরিমান মতো জল,নুন ও বেঁধে রাখা মশলা দিয়ে 10 মিনিট জল টা ফুটিয়ে নিতে হবে ।

  8. 8

    এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে 80% বয়েল হলে জল ঝরিয়ে নিতে হবে ।

  9. 9

    ম্যারিনেট করা মটন টা আলাদা রান্না করে নিতে হবে।

  10. 10

    এবার মটন, আলু আর য়াখনি (ঝোল) আলাদা করে নিতে হবে ।

  11. 11

    এসেম্বেল করার জন্য একটা বড় হাঁড়িতে ঘি মাখিয়ে নিতে হবে । এবার প্রথমে মটন তার উপর আলু ও য়াকনি দিয়ে, আগে থেকে করে রাখা ভাত সমান ভাবে ছড়িয়ে দিতে হবে ।

  12. 12

    এবার বয়েল করে রাখা ডিম গুলো ভাত এর উপর রাখতে হবে।

  13. 13

    একটা ছোট পাত্রে দুধ, মিঠা আতর, কেওড়া জল ও হলুদ ফুড কালার মিশিয়ে চালের উপর 3-4জায়গায় সমপরিমানে ঢেলে দিতে হবে ।

  14. 14

    এবার এ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কম আঁচে 15 মিনিট, আর তারপর চাটুর উপর হাঁড়ি রেখে আরো 15 মিনিট দমে রাখলেই রেডি কলকাতা মটন বিরিয়ানী ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Parijat Dutta
Parijat Dutta @cook_16304562

Similar Recipes