Ingredients

20-30মিনিট
6 জন
  1. কুমড়ো পাতলা করে কাটা 6 পিস
  2. নুন স্বাদ মত
  3. সামান্য চিনি
  4. বেসন 3 টেবিল চামচ
  5. গোলমরিচ গুঁড়ো অর্ধেক চা চামচ
  6. ভাজার জন্য তেল
  7. বেকিং সোডা এক চিমটে
  8. জল

Cooking Instructions

20-30মিনিট
  1. 1

    কুমড়ো গুলো পাতলা স্লাইস করে কেটে নিতে হবে এবং সামান্য নুন ও চিনি দিয়ে মেখে নিতে হবে

  2. 2

    একটি বাটিতে বেসন, স্বাদ মত লবণ, সামান্য চিনি, গোলমরিচ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু মোটা করে একটি ব্যটার বানাতে হবে। ভালো করে ফাটাতে হবে যেনো দানা না থাকে। সব শেষে বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    কেটে রাখা কুমড়ো গুলো বেসনে ভালো করে ডুবিয়ে ছাকা তেলে কম আঁচে লাল করে ভাজতে হবে।

  4. 4

    দুপিঠ ভালো করে ভাজা হলে একটি প্লেটে সাজিয়ে নিলেই গরম গরম পরিবেশন এর জন্য তৈরি কুমরী।

Edit recipe
See report
Share
Cook Today
Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
on
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

Similar Recipes