Cooking Instructions
- 1
প্রথমে ডিম গুলো সেদ্দ করে নিয়ে খোসা ছাড়িয়ে ডিমের গায়ে একটা ছুড়ি দিয়ে চিরে চিরে নিতে হবে।
- 2
তার পর করায়ে তেল গরম করে ডিম গুলোয় অল্প নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে।
- 3
তার পর ঐ কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোরন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে।
- 4
এবার ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে।কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি।তার পর ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কা গুঁড়ো,হলুদ ও কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষে নিতে হবে।
- 5
তার পর ওর মধ্যে টমেটো কুচি আর স্বাদ মতো নুন দিয়ে আরো একটু কষিয়ে নিতে হবে।তার পর টকদই টা ফেটিয়ে দিয়ে দিতে হবে।
- 6
একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিতে হবে।ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিতে হবে।
- 7
ঝোল টা ঘন হয়ে এলে সামান্য শাহি গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস রেডি এগ মশালা কারী।
- 8
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ধনিয়া পোলাও ধনিয়া পোলাও
#কুকপ্যাডে_আমার_প্রথম_রেসিপিঅপূর্ব স্বাদের এবং ভিন্ন ধরনের পোলাও এর রেসিপি। যেটা বানাতে বেশি সময়ও লাগে না আবার সুস্বাদুও বটে। Sanjhbati Sen. -
ভোলা ভেটকির ঝাল (Bhola vetkir jhal recipe in bengali) ভোলা ভেটকির ঝাল (Bhola vetkir jhal recipe in bengali)
#BRRআমার বাঙালীর রান্নার মধ্যে যেটা প্রথমেই মনে পরে সেটা হলো মাছের কোনো রেসিপি। কারণ কথাতেই আছে যে মাছে ভাতে বাঙালি। আমি আজ করেছি ভোলা আর ভেটকি মাছের ঝাল। Moumita Kundu -
পেঁয়াজ ডিমের চপ পেঁয়াজ ডিমের চপ
পেঁয়াজ ডিমের চপউপকরণ:-১ টা সিদ্ধ ডিমপেঁয়াজ কুচি ২-৪ টেপরিমাণমতো নুনধনে পাতা কুচিলঙ্কা কুচি১ চা চামচ হলুদ গুঁড়া১ চা চামচ ধনে গুঁড়া১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োগরম মশলা গুঁড়াআতপ চালের গুঁড়োবেসনসর্ষের তেলপদ্ধতি:-পেঁয়াজ কুচি করে কেটে পরিমাণ মতো নুন মাখিয়ে নিন। একটা সিদ্ধ ডিম কে চার ভাগ কেটে নিন। লবণ মাখানো পেঁয়াজের মধ্যে লঙ্কা কুচি ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ধনে গুঁড়া গরম মসলা চালের গুঁড়ো এবং বেসন দিয়ে ভালো করে আটালো করে মেখে নিতে হবে। এরপর হাতে হালকা তেল দিয়ে আটাল করে মাখা পিঁয়াজ টাকে হাতের চাটুতে রেখে চেপে ওর মধ্যে ডিমের টুকরো গুলোকে রেখে বল তৈরি করে নিতে হবে। বল তৈরি করার পরে ওটা করাইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে বলগুলো ছেড়ে বাদামি করে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি পেঁয়াজ ডিমের চপ। মুড়ির সাথে এটা পরিবেশন করতে পারেন। Suparna Paul
More Recipes
Comments