এগ মশালা কারী

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

এগ মশালা কারী

Edit recipe
See report
Share
Share

Ingredients

  1. 8টা ডিম
  2. 4টে পেঁয়াজ কুচি
  3. 2টো টমেটো কুচি
  4. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  5. 1চা চামচ জিরে গুঁড়ো
  6. 1চা চামচ ধনেগুঁড়ো
  7. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. 1টেবিল চামচ টকদই
  9. 1/2চা চামচ হলুদ গুড়োঁ
  10. 1/2চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  11. স্বাদ মতো নুন
  12. পরিমাণ মতো সর্ষে তেল
  13. 1টা শুকনো লঙ্কা
  14. সামান্য গোটা গরম মশলা
  15. 1/3চা চামচ শাহি গরম মশলা
  16. এক মুঠো ধনেপাতা কুচি

Cooking Instructions

  1. 1

    প্রথমে ডিম গুলো সেদ্দ করে নিয়ে খোসা ছাড়িয়ে ডিমের গায়ে একটা ছুড়ি দিয়ে চিরে চিরে নিতে হবে।

  2. 2

    তার পর করায়ে তেল গরম করে ডিম গুলোয় অল্প নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    তার পর ঐ কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোরন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে।কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি।তার পর ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কা গুঁড়ো,হলুদ ও কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষে নিতে হবে।

  5. 5

    তার পর ওর মধ্যে টমেটো কুচি আর স্বাদ মতো নুন দিয়ে আরো একটু কষিয়ে নিতে হবে।তার পর টকদই টা ফেটিয়ে দিয়ে দিতে হবে।

  6. 6

    একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিতে হবে।ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিতে হবে।

  7. 7

    ঝোল টা ঘন হয়ে এলে সামান্য শাহি গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস রেডি এগ মশালা কারী।

  8. 8

    গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Edit recipe
See report
Share
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
on
Murarai, Birbhum

Similar Recipes