হট চিকেন মাফিন

SHIMA DAS
SHIMA DAS @shimadaschef

নিজস্ব

হট চিকেন মাফিন

নিজস্ব

Edit recipe
See report
Share
Share

Ingredients

১২ মিনিট
৪ জনের জন্য
  1. ১০০ গ্রাম ময়দা
  2. ১৫০ গ্রাম বোনলেস চিকেন কুচি
  3. ১০০ গ্রাম গলানো মাখন
  4. ১ টি ডিম
  5. ১ চা চামচ বেকিং পাউডার
  6. ১ চিমটি খাবার সোডা
  7. ১ চা চামচ গ্রেট করা রসুন
  8. ১ চা চামচ চিলি ফ্লেক্স
  9. ১/২ চা চামচ অরিগ্যানো
  10. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো লো লও
  11. ১/২ কাপ দুধ
  12. ১/২ চা চামচ পাপরিকা পাউডার
  13. স্প্রিং অনিয়ন কুচি
  14. ধনেপাতা কুচি
  15. ২ চা চামচ চিজ ক্রিম
  16. নুন স্বাদ অনুযায়ী
  17. সস
  18. ১ চা চামচ সাদা তেল
  19. ২ চা চামচ রেড চিলি পেষ্ট
  20. ৪ চা চামচ টমেটো কেচাপ

Cooking Instructions

১২ মিনিট
  1. 1

    ময়দা, বেকিং ‌পাউডার, খাবার সোডা ভালো করে চেলে রাখতে হবে । প্যানে মাখন দিয়ে গ্রেট করা রসুন আর চিকেন কুচি দিয়ে নুন, গোলমরিচ গুঁড়ো ও অরিগ্যানো দিয়ে নেড়ে রাখতে হবে । পাত্রে গলানো মাখন, ডিম ও দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে । এই ডিমের মিশ্রণে আস্তে আস্তে ময়দার মিশ্রণ মিশিয়ে একটা ব্যাটার তৈরী করতে হবে । তৈরী ব্যাটারে চিকেন কুচি, চিজ ক্রিম, অরিগ্যানো, নুন, গোলমরিচ গুঁড়ো, পাপরিকা পাউডার, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, স্প্রিং অনিয়ন কুচি দিয়ে ভালো ভাবে ব্যাটার তৈরী করতে হবে ।

  2. 2

    এবার সিলিকন মাফিন মোল্ডে ব্যাটার দিয়ে কনভেনশনে ১৬০ ডিগ্রি তাপমাত্রায় প্রি হিট ওভেনে ১৮/২০ মিনিট ‌বেক করতে ‌হবে । এবার বের করে হট গার্লিক সস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে ।

  3. 3

    সস তৈরির প্রনালী ‌: কড়াইয়ে ২ চা চামচ সাদা তেল, ২ চা চামচ রসুন কুচি, ১/২ কাপ রেড চিলি পেষ্ট, ১
    চা চামচ সোয়া সস, ১/২ চা চামচ নুন, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ৪ চা চামচ টমেটো কেচাপ, ১ চা চামচ ভিনিগার ও ১ চা চামচ চিনি দিয়ে ঘন হট গার্লিক সস তৈরি করে নিতে হবে ।

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SHIMA DAS
SHIMA DAS @shimadaschef
on

Comments (2)

Similar Recipes