Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৪০-৪৫ মিনিট
৮-১০ জন
  1. ৩ টি পাকা কলা
  2. ১/২ কাপ তেল বা গলানো বাটার
  3. ১ কাপ চিনি
  4. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  5. ২ টি ডিম
  6. ১.৫ কাপ ময়দা
  7. ১.৫ চা চামচ বেকিং পাউডার
  8. ১/২ চা চামচ বেকিং সোডা
  9. ১/২ চা চামচ দারুচিনি পাউডার
  10. ১/২ কাপ তরল দুধ

রান্নার নির্দেশ

৪০-৪৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি বাটিতে কলাগুলো নিয়ে ভালো করে চটকে নিতে হবে। এরপর এতে তেল ও চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপর ভ্যানিলা এসেন্স, ডিম ও দুধ দিয়ে খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর একটি চালনীর সাহায্যে সব শুকনো উপকরণ গুলো চেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অতিরিক্ত মেশানো যাবেনা। সব উপকরণ মিশে একটি স্মুথ ব্যাটার তৈরি হলেই হবে।

  3. 3

    এরপর একটি ওভেন প্রুফ বাটিতে নিয়ে মিডিয়াম টু লো আঁচে একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার উপর বাটিটি রেখে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ৩৫-৪০ মিনিট বেক করে নিতে হবে। ৪০ মিনিট পর ও যদি কেক সম্পূর্ণ বেক না হয় তাহলে আরো ৫-১০ মিনিট হালকা আঁচে রেখে কেক সম্পূর্ণ বেক করে নামাবেন।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nasrin Ara Chowdhury
Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin

Similar Recipes