লোটে মাছের ফ্রাই

Uma Dhar
Uma Dhar @cook_16619077
কলিকাতা

লোটে মাছ ফ্রাই বাঙ্গালিদের খুব প্রিয় খাবার।লোটে মাছ দিয়ে নানা রকম পদ তৈরি । লোটে মাছের ঝুরো ও লোটে মাছের ঝাল।ভাজা টা ডাল আর ভাত দিয়ে ভীষণ প্রিয় একটি পদ।মহারাষ্ট্রে এটা বোম্বে ডাক নামে পরিচিত।

লোটে মাছের ফ্রাই

লোটে মাছ ফ্রাই বাঙ্গালিদের খুব প্রিয় খাবার।লোটে মাছ দিয়ে নানা রকম পদ তৈরি । লোটে মাছের ঝুরো ও লোটে মাছের ঝাল।ভাজা টা ডাল আর ভাত দিয়ে ভীষণ প্রিয় একটি পদ।মহারাষ্ট্রে এটা বোম্বে ডাক নামে পরিচিত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৬টা লোটে মাছ
  2. ৫ টেবিল চামচ বেসন
  3. স্বাদ মতননুন
  4. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১/২চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  6. ১/২চা চামচ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ২টেবিল চামচ রসুন বাটা
  8. 1 চা চামচকাঁচালঙ্কা বাটা
  9. পরিমাণ মতোসাদা তেল
  10. স্বাদমতো লবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    লোটে মাছ অর্ধেক করে কেটে নিতে হবে। নুন মাখিয়ে এগুলো আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এরপর নুন মাখানো মাছ গুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে

  2. 2

    একটা বাটিতে বেসন আর, গোলমরিচের গুড়ো,শুকনো লঙ্কা গুড়ো,গুড়ো হলুদ, সাদা তেল এক চামচ, রসুন বাটা ও লঙ্কা বাটা,স্বাদমতো নুন মিশিয়ে নাও।তেল মিশালে ব্যাটারটা খুব ভালো হয় আর ভাজা টাও খুব সুন্দর মুচমুচে হয়।এবার পরিমাণমতো জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নাও।

  3. 3

    ব্যাটারে মাছগুলো দিয়ে ১ ঘন্টা ম্যারিনেট করো।

  4. 4

    এক ঘন্টা পর কাবাব কাঠিতে লোটে মাছ গুলো গেঁথে নাও।

  5. 5

    ননস্টিক প্যানে তেল গরম করে লোটে মাছের স্টিক গুলো ভেজে নাও।গরম গরম পরিবেশন করো।ভালো লাগলে শেয়ার করো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Uma Dhar
Uma Dhar @cook_16619077
কলিকাতা

মন্তব্যগুলি

Similar Recipes