মিনি মোঘলাই পরোটা

Tanusree Ghosh
Tanusree Ghosh @cook_13615061

#বঙ্গললোনা
#টেকনিকউইক

মিনি মোঘলাই পরোটা স্ন্যাকস হিসেবে দারুন মুখোরোচক একটি খাবার। সাইজ ছোটোর জন্য খুব চটজলদি বানানো যায়।

মিনি মোঘলাই পরোটা

#বঙ্গললোনা
#টেকনিকউইক

মিনি মোঘলাই পরোটা স্ন্যাকস হিসেবে দারুন মুখোরোচক একটি খাবার। সাইজ ছোটোর জন্য খুব চটজলদি বানানো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ জনের জন্য
  1. ১.৫কাপ ময়দা
  2. ২ টো ডিম
  3. ১ টা পেঁয়াজ
  4. ২টো কাঁচালঙ্কা (কুচি
  5. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
  6. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. প্রয়োজন অনুযায়ীরিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি পাত্রে ময়দা স্বাদ অনুযায়ী নুন এবং রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে ।মাখার শেষে তেলহাত করে আরো একবার মেখে নিতে হবে।

  2. 2

    একটি পাত্রে ২টো ডিম ফেটিয়ে তাতে সামান্য নুন গোলমরিচ গুঁড়ো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। ময়দা মাখা থেকে রুটির মতোন ৮টা লেচি কেটে নিতে হবে। এরপর একটু টেনে টেনে পাতলা করে রুটি বেলে নিতে হবে।

  3. 3

    এরপর বেলে রাখা রুটির মাঝখানে ডিমের মিশ্রন দিয়ে মোঘলাই পরোটার মতোন ভাঁজ করে নিতে হবে।এক এক করে সমোস্ত পরোটা বানিয়ে নিতে হবে।

  4. 4

    কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য পরিমাণমতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। একটা করে পরোটা ভাজার জন্য দিতে হবে। মাঝারি আঁচে পরোটা গুলো ভেজে এপিঠ ওপিঠ করে হালকা লাল করে ভেজে নিতে হবে। মিনি মোঘলাই রেডি টমেটো সস এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanusree Ghosh
Tanusree Ghosh @cook_13615061

মন্তব্যগুলি

Similar Recipes