চকলেট সন্দেশ (chocolate sandesh recipe in Bengali)

Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

#দিওয়ালীর রেসিপি দিওয়ালীর সাথে সাথেই চলে আসে ভাইফোঁটা, আর তারসাথে আনন্দও দ্বিগুণ বেড়ে যায়।। আর এই আনন্দের সাথে চলতে থাকে খাওয়া দাওয়া আর মিষ্টি মুখ।। তাই আজ একটা খুব সহজ আর ঝটপট তৈরি করা যায় এমন একটা মিষ্টির রেসিপি রইলো।।

চকলেট সন্দেশ (chocolate sandesh recipe in Bengali)

#দিওয়ালীর রেসিপি দিওয়ালীর সাথে সাথেই চলে আসে ভাইফোঁটা, আর তারসাথে আনন্দও দ্বিগুণ বেড়ে যায়।। আর এই আনন্দের সাথে চলতে থাকে খাওয়া দাওয়া আর মিষ্টি মুখ।। তাই আজ একটা খুব সহজ আর ঝটপট তৈরি করা যায় এমন একটা মিষ্টির রেসিপি রইলো।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০গ্রাম ছানা
  2. ১ টেবিল চামচ কোকো পাউডার
  3. ১ টা ক্যাডবেরী চকলেট
  4. ২ টেবিল চামচ চিনি
  5. ১ টেবিল চামচ ঘি
  6. ৫ টা কাজু
  7. ৫ টা আমন্ড বাদাম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটা বড়ো থালা তে ছানা,চিনি ও কোকো পাউডার একসাথে দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না অবধি মিশ্রণটা মসৃণ হচ্ছে ও চিনি টা সম্পূর্ণ মিশে যাচ্ছে।।

  2. 2

    এরপর একটা প্যানে ঘি দিয়ে এই মিশ্রণ টি দিয়ে ভালো করে নাড়তে হবে।। মিশ্রণ টা থেকে জল শুকিয়ে গেলে এবার গ্যাস টা বন্ধ করে একটু ঠাণ্ডা করে নিতে হবে।।

  3. 3

    এবার একটা বড়ো বাটি তে গরম জল করে তার উপর আর একটা বাটি রেখে ক্যাডবেরী রেখে গলিয়ে নেবো।।

  4. 4

    ওই মিশ্রণ থেকে ছোটো ছোট বল তৈরি করে উপর থেকে আঙ্গুল দিয়ে একটু গর্ত করে নেবো।।

  5. 5

    এবার ওই গর্ত গুলোর মধ্যে গলানো চকলেট দিয়ে দেবো ও উপর থেকে কুচানো কাজু ও আলমন্ড বাদাম দিয়ে দিলেই তৈরি চকলেট সন্দেশ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

মন্তব্যগুলি

Similar Recipes