মনোলোভা মালপোয়া (manolobha malpua recipe in Bengali)

Jaya Mukherjee
Jaya Mukherjee @cook_16182991

#Love
এটি একটি মিষ্টি, যা ট্রাডিশনাল মালপোয়ার মর্ডান ভার্সন ।

মনোলোভা মালপোয়া (manolobha malpua recipe in Bengali)

#Love
এটি একটি মিষ্টি, যা ট্রাডিশনাল মালপোয়ার মর্ডান ভার্সন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রায় ১ ঘন্টা
৮ জন
  1. ব্যাটারের জন্যে
  2. ২০০গ্রাম ময়দা
  3. ৫০গ্রাম গুঁড়ো দুধ
  4. পরিমাণ মত দুধ
  5. ১/২চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  6. রসের জন্য
  7. ২০০গ্রাম চিনি
  8. ৭৫ মি.লি জল
  9. পরিমাণ মতোকয়েক ফোঁটা হলুদ ফুড কালার
  10. ১চিমটি কেশর
  11. ১/২ ছোট এলাচ গুঁড়ো
  12. পরিমাণ মত পেস্তা কুচি
  13. পরিমাণ মত আমন্ড কুচি
  14. পরিমাণ মত মাওয়া
  15. ১চিমটি কেশর
  16. পরিমাণ মত সাদা তেল ও সাদা ঘি(ভাজার জন্য)

রান্নার নির্দেশ সমূহ

প্রায় ১ ঘন্টা
  1. 1

    প্রথমে একটি পাত্রে ব্যাটারের সব উপকরণ গুলি একসাথে নিয়ে ভালোভাবে ফেটিয়ে একটি সেমিঘন ব্যাটার বানিয়ে মিনিট দশেক ঢাকা দিয়ে রাখতে হবে.

  2. 2

    অন্যদিকে একটি পাত্রে রসের সব উপকরণ এক সাথে নিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নেড়ে এক তার রস তৈরী করে রাখতে হবে.

  3. 3

    ফ্রাইংপ্যানে তেল ও ঘি একসাথে দিয়ে গরম করতে হবে.

  4. 4

    এরপর তেলে একহাতা করে ব্যাটার দিয়ে মাঝারি আঁচে চেপে চেপে হালকা সোনালী করে ভাজতে হবে.

  5. 5

    মালপোয়ার দুপিঠ ভাজা হয়ে গেলে দুটি চামচের সাহায্যে বাড়তি তেল ঝড়িয়ে দিতে হবে.

  6. 6

    এরপর মালপোয়া মিনিট পনেরো রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে.

  7. 7

    এরপর মালপোয়া গুলি রস থেকে তুলে একটি প্ল্যাটারে সাজিয়ে তার ওপর একটি করে কেশর, অল্প পেস্তা কুচি, অল্প ডায়মন্ড কুচি এবং গ্রেট করা মাওয়া ছড়িয়ে গরম পরিবেশন করতে হবে.

  8. 8

    বি.দ্র ঃ এই মালপোয়া গরম ও ঠান্ডা দুভাবেই পরিবেশন করা যেতে পারে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jaya Mukherjee
Jaya Mukherjee @cook_16182991

Similar Recipes