এগ চাওমিন (egg chowmin recipe in Bengali)

Shefali Roy
Shefali Roy @cook_20593020

#রন্ধনে_ বাঙালি
#ডিমের _রেসিপি

এগ চাওমিন (egg chowmin recipe in Bengali)

#রন্ধনে_ বাঙালি
#ডিমের _রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ প্যাকেট চাওমিন
  2. ১ কাপ লাল ক্যাপ্সিকাম
  3. ১ কাপ হলুদ ক্যাপ্সিকাম
  4. ১ কাপ সবুজ ক্যাপ্সিকাম
  5. ১ কাপ ফুলকপি
  6. ১/২ কাপ মটরশুঁটি
  7. স্বাদ অনুযায়ীলবন
  8. 2টেবল চামচ সাদা তেল
  9. ১ টেবল চামচ চিলি সস
  10. ১ টেবল চামচ সোয়া সস
  11. ১ টেবল চামচ টমেটো সস
  12. ৩ টা ডিম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটা সসপ্যানে ৪কাপ মতো জল গরম করে তাতে ১ চা চামচ তেল স্বাদ মতো লবণ দিয়ে জল ফুটে এলে চাওমিন দিয়ে 2 মিনিট সিদ্ধ করে জল ঝরিয়ে একটা শুকনো প্লেটে ছড়িয়ে রাখতে হবে।

  2. 2

    সব্জি আর ডিম গুলো ভেজে রাখতে হবে।

  3. 3

    এবার 2 চামচ তেল গরম করে সেদ্ধ করে রাখা চাউমিন, ভাজা সব্জি, পরিমাণ মতো নুন, চিলিসস, টমেটো সস, সয়াসস আর ভেজে রাখা ডিমের ১/২ টা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার একটা প্লেটে চাওমিন দিয়ে উপর থেকে ভাজা ডিম দিয়ে পরিবেশ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shefali Roy
Shefali Roy @cook_20593020

মন্তব্যগুলি

Similar Recipes