রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. ১কাপদলিয়া ভিজিয়ে
  2. ২কাপমুগ ডাল
  3. 1/2 ইঞ্চি টুকরাআদা
  4. 5-6টি লিফুলকপি
  5. ২-৩ টিআলু
  6. 1 কাপসবুজ মটরশুঁটি
  7. 1টিটমেটো কাটা (মাঝারি
  8. 2টেবিল চামচঘি
  9. 1 টিতেজপাতা
  10. ১ইঞ্চিদারুচিনি কাঠি
  11. ২-৩ টি সবুজ এলাচ
  12. ২-৩ টালবঙ্গ-
  13. 1-2টীকাচা লঙ্কা চেরা
  14. 1চা চামচতেল
  15. 1 চা চামচজিরা
  16. 1/4 টেবিল চামচহলুদ গুঁড়ো
  17. স্বাদ অনুযায়ীলবণ
  18. পরিমাণ মতো জল
  19. 1/2 চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে শুকনো ডাল ভাজুন যতক্ষণ না এটি সুগন্ধ ছেড়ে যায় এবং রঙ বাদামি হয়ে যায়, তার উপর কিছুটা জল,ঢালুন, জলটি ফেলে দিন এবং ভালো করে ধুয়ে রাখতে হবে, মুগ ডালকে আলাদা রাখুন।

  2. 2

    দলিয়া ভেজে ধুয়ে একপাশে রেখে দিন এবং ভালো করে ধুয়ে রাখতে হবে।

  3. 3

    একটি কড়াইতে কিছুটা ঘি গরম করে আলু এবং ফুলকপি হালকাভাবে ভেজে নিন। এবং একপাশে রাখুন।

  4. 4

    এবার নন স্টিক প্যানে তেল গরম করে নিন, তেজপাতা গুলোতে এতে জিরা বাটা দিন এবং হালকা বাদামি হওয়া পর্যন্ত কড়াইতে দিন তারপরে আদার পেস্ট এবং গরম মশলা বাদে মশলা দিয়ে দিন। ভাল করে রাখুন। মসলা তৈরি হয়ে এলে টমেটো, কাচা লঙ্কা,মটর, আলু এবং ফুলকপি রেখে দিন। হালকা রঙিন হওয়া পর্যন্ত আরও কয়েক মিনিট রান্না করুন।

  5. 5

    তারপরে ঢাকনাটি বন্ধ করুন এবং কড়াই প্রায় ১0 মিনিট ধরে রান্না করুন এবং কম আঁচে রান্না করুন। । ভালো করে মিশিয়ে নিতে হবে।সব সবজি,ডাল,ডালিয়া সেদ্ধ হয়ে গ্রেভি ঘন হয়ে এলে।
    এইবার ঘি ছড়িয়ে অল্প গরম মশলা গুড়ো ছড়িয়ে কিছু ক্ষণ ঢাকা দিয়ে তৈরি।আলুর দম,আলু ভাজা,ইচ্ছে মত ভাজা দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

Tarnistha Choudhury Chakraborty
Bangalore

Similar Recipes