মুম্বাই স্টাইল পাও ভাজি(mumbai style pav bhaji recipe in Bengali)

Swagata Biswas
Swagata Biswas @cook_16763977

#ইভিনিং স্নাক্স.. বিখ্যাত ইনডিয়ান স্ট্রিট ফুড.. স্পাইসি ভেজিটেবলস ভাজি ওপরে অনেক বাটার আর লেবুর জুস্ দিয়ে অপূর্ব টেস্টের স্ট্রিট ফুড

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

45 মিনিট
4জনের জন্য
  1. 3 টিবড়ো সাইজের আলু
  2. 1 কাপফ্রোজেন মটরশুঁটি
  3. 1টিক্যাপ্সিকাম
  4. 3টি পেঁয়াজ
  5. 3টেটমেটো
  6. 2টি কাঁচা লঙ্কা
  7. 2 টুকরোআদা
  8. 8-9টি রসুনের কোয়া
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. 1/2 কাপএর বেশি বাটার
  11. 4 চা চামচ পাও ভাজি মসলা বা যতোটা ভাজি বানাবেন ততটা এটা কেনা
  12. 2 টেবিল চামচকসুরী মেথি
  13. 1 টেবিল চামচ সাদা জীরে
  14. 2 টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  15. 1টিলেবুর রস
  16. পাও টোস্ট এর জন্যে
  17. 12টিপাও
  18. প্রয়োজন অনুযায়ী বাটার
  19. 1 টেবিল চামচকসুরী মেথি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    ভাজি তৈরি করতে সমস্ত সবজি কুকারে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষন সিটি দিয়ে সেদ্ধ করুণ

  2. 2

    কড়াইতে 2টেবিল চামচ বাটার দিয়ে হালকা গলে গেলে ওরে মধ্যে সাদা জীরে দিয়ে নাড়াচাড়া করে খুব কুচি করে কাটা পিঁয়াজ দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে নরম করুন.. 4মিনিট মতো ভাজুন যাতে পেয়াজ লাল হয়ে

  3. 3

    এরপর আদা রসুন কাঁচা লঙ্কা খুব মিহী করে কুচিয়ে কড়াইতে দিন.. 1মিনিট ভাজুন

  4. 4

    টমেটো ছোটো করে কেটে কড়াইতে দিন ঢাকা দিয়ে প্রায় 6-7মিনিট মতো নরম হওয়া অব্দি ভাজুন

  5. 5

    ভাজা হোয়ে গলে গেলে কসুরী মেথি লঙ্কা গুঁড়ো... আর পাও ভাজি মশলা দিন 2মিনিট মতো নাড়ান মিলিয়ে দিন

  6. 6

    এরপর ওরে মধ্যে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে নুন দিয়ে মিলিয়ে পটেটো মেসার দিয়ে ম্যাশ করুন যতক্ষণ না সব পেষ্ট হয়ে

  7. 7

    ওরে মধ্যে 2চা চামচ মতো বাটার আবার দিন..

  8. 8

    বাটার গলে গেলে প্রয়োজন মতো জল দিন.. 5মিনিট মতো ফোটান

  9. 9

    ফুটে গেলে লেবুর রস দিয়ে 2মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম এ রাখুন... নামিয়ে নিন

  10. 10

    পাও ভাজি ভাজার জন্যে তাওয়া তে পরিমান মতো বাটার দিয়ে গলে গেলে সামান্য পাও ভাজি মশলা আর সামান্য কসুরী মেথি দিয়ে পাও দিয়ে দুই সাইড ক্রিস্পি হওয়া ওব্দি ভাজুন

  11. 11

    পরিবেশনের সময় প্লেট এ পাও বেশ খানিক টা ভাজি দিয়ে পিয়াজ আর 1চামচ বাটার দিয়ে লেবুর টুকরো দিয়ে আর কিছু পিঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করুন

  12. 12

    নোট : ফুলকপি ছিল না তাই দিনি, দিলে 1/2টা ছোট ফুলকপি দিতে পারেন। ধনেপাতাও দেয়া যায় আমি দিনি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Swagata Biswas
Swagata Biswas @cook_16763977

Similar Recipes