রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

45মিনিট
4জন
  1. 300 গ্রামবোনলেস চিকেন
  2. 1 চা চামচআদা রসুন পেস্ট
  3. 2 টেবল চামচপেয়াজ কুচি
  4. 1 চা চামচআদা কুচি
  5. 1 চা চামচরসুন কুচি
  6. 2 টেবল চামচকাঁচালঙ্কা কুচি
  7. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 2টা মাঝারি আকারের পেঁয়াজ বড় টুকরা করে কাটা
  9. 1টা বড় টমেটো টুকরো করে কাটা
  10. 2 টেবল চামচকর্নফ্লাওয়ার
  11. 1 টেবল চামচটমেটো সস
  12. 1 চা চামচসোয়া সস
  13. 1 চা চামচচিলি সস
  14. 1টা ফেটানো ডিম
  15. 1 টেবল চামচভিনিগার
  16. পরিমান মতো তেল
  17. 2টেবিল চামচ সয়া সস
  18. 1টা ক্যাপ্সিকাম

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    চিকেন গুলো আদা রসুন ডিম সোয়া সস কর্নফ্লাওয়ার গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে 20 মিনিট রেখে দিতে হবে।তারপর গরম তেলে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    অন্য একটা করাইতে তেল গরম হলে পেয়াজ কুচি,ক্যাপ্সিকাম, রসুন কুঁচি আদা কুঁচি ভাজতে হবে।লংকা গুড়ো দিতে হবে।

  3. 3

    তারপর বড় টুকরো কোরে কাটা পেঁয়াজ র টমেটো দিয়ে নারা চাড়া করে টম্যাটো সস, সোয়া সস অল্প জলে গুলে দিয়ে হবে।কর্নফ্লাওয়ার গুঁড়ো জলে গুলে দিতে হবে।ভেজে রাখা চিকেনের পিস আর নুন দিতে হবে।কাঁচালঙ্কা কুচি কিছুক্ষণ রান্না করে মাখো মাখো নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

Itisha
Itisha @cook_24230770
কলকাতা

Similar Recipes