ঝাল কাঁকড়া (jhaal kakra recipe in Bengali)

সুতপা(রিমি) মণ্ডল
সুতপা(রিমি) মণ্ডল @cook_24881445
দওপুকুর

#স্পাইসি
কাঁকড়া তে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের চুলের জন্যে ভীষন উপকার।

ঝাল কাঁকড়া (jhaal kakra recipe in Bengali)

#স্পাইসি
কাঁকড়া তে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের চুলের জন্যে ভীষন উপকার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০-মিনিট
৪জন
  1. ৬টা কাঁকড়া
  2. পরিমান মতোআলু ইচ্ছা হলে পাতলা পাতলা করে কেটে দিতে পারেন।
  3. ২টো মাঝারি পেঁয়াজের কুচি
  4. ২ টেবিল চামচআদা বাটা
  5. ১/২ কাপটমেটো পিউরি
  6. ১টেবিল চামচরসুন বাটা
  7. ২ টোশুকনো লঙ্কা ,
  8. স্বাদমতোকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. ১ চা চামচধনে - জিরে গুঁড়ো,
  10. ২ চা চামচগরম মশলার গুঁড়ো
  11. স্বাদ মতোনুন
  12. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  13. ১টাতেজপাতা
  14. পরিমান মতোধনে পাতা কুচি
  15. প্রয়োজন অনুযায়ীরান্নার জন্যে সর্ষের তেল
  16. ২ কাপ পরিমাণ জল
  17. 1 চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

৪০-মিনিট
  1. 1

    প্রথমে, কাঁকরা গুলো ভালো করে ধুয়ে,নুন - হলুদ মেখে ভেজে নিন।

  2. 2

    এবারে, আলু যদি ব্যবহার করেন তবে আলু গুলো সেই তেলেই একটু লালচে করে ভেজে তুলে নিন।

  3. 3

    প্রথমে,কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিন, তাতে একটা তেজপাতা ছিঁড়ে দিন। এরপর, তেলে টমেটো পিউরি, পিঁয়াজ কুচি, অল্প চিনি আর শুকনো লঙ্কা দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। ভাজা দিয়ে লালচে আভা বেরোলে, তাতে আদা বাটা, রসুন বাটা, অল্প চিনি, হলুদ ও নুন দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকুন।

  4. 4

    এবার, তাতে ভেজে রাখা আলু ও কাঁকরা দিয়ে ভালো ভাবে কষাতে থাকুন। এবার এতে ধনে জিরে গুঁড়া দিয়ে দিন। সব উপকরণ কষানো শেষ হলে তাতে ২-৩ ছোটো কাপ জল দিয়ে দিন। ও ঢাকা দিন মিনিট ১৫-২০পর্যন্ত।

  5. 5

    জল ফুটে কমে আসলে তাতে অল্প গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি ও কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ঝাল কাঁকরা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুতপা(রিমি) মণ্ডল
দওপুকুর
খেতে খুব একটা ভালো না বাসলেও রান্না করে খাওয়াতে ভীষন ভালোবাসি। সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। তাছাড়া বিভিন্ন সৃজন মূলক কাজে নিজেকে ব্যস্ত রাখি।
আরও পড়ুন

Similar Recipes