ড্রাই চিলি চিকেন (dry chilli chicken recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

#স্পাইসি

ড্রাই চিলি চিকেন (dry chilli chicken recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 700 গ্রামচিকেন
  2. 1টা ক্যাপ্সিকাম
  3. 3টে পেঁয়াজ
  4. 2 চা চামচ আদা বাটা
  5. 2 চা চামচরসুন বাটা
  6. 1চা চামচকর্ণ ফ্লাওয়ার
  7. 1 টা ডিম
  8. 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. স্বাদমতোলবণ
  10. পরিমাণমতোসাদা তেল
  11. 4 চা চামচসয়া সস
  12. 2চা চামচ চিলি সস
  13. 1 চা চামচটমেটো সস
  14. 4টে কাঁচা লঙ্কা
  15. 1 চা চামচভিনেগার
  16. 1 চা চামচরসুন কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন টিকে এক ঘন্টার মতো ভিনেগার লবণ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে।

  2. 2

    এবার ম্যারিনেট করা চিকেন কে ডিম আর কনফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে।

  3. 3

    ভাজা হয়ে গেলে চিকেন গুলোকে তুলে নিতে হবে এবং প্রথমে পেঁয়াজ ও ক্যাপ্সিকাম গুলোকে হালকা করে ভেজে তুলে রেখে দিতে হবে।

  4. 4

    এবার ওই তেলেই রসুন কুচি দিয়ে তারমধ্যে সয়া সস চিলি সস টমেটো সস পরিমান মত নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে খানিকক্ষণ কষাতে হবে।

  5. 5

    এবার জলে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে আস্তে আস্তে মিশ্রণটির মধ্যে ঢেলে দিতে হবে।

  6. 6

    এবার তার মধ্যে চিকেন গুলোকে দিয়ে আর লঙ্কা চিড়ে দিয়ে খানিকক্ষণ শুকনো করতে হবে।

  7. 7

    এবার গ্রেভিটা গামাখা মাখা হয়ে গেলে পেঁয়াজ ক্যাপ্সিকাম দিয়ে আরও খানিক্ষণ নাড়াতে হবে।

  8. 8

    এবার শুকিয়ে গেলে রুটি পরোটা বা রাইসের সঙ্গে যা খুশি খাওয়া যেতে পারে আমি রাইসের সঙ্গে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes