চিকেন চপ (Chicken Chop recipe in bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

চিকেন চপ (Chicken Chop recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 সারভিংস
  1. 100 গ্রামচিকেন
  2. 1টা আলু
  3. 11/2টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  4. 1টেবিল চামচ আদা ও রসুন
  5. 1/4টেবিল চামচ নুন
  6. 1/4টেবিল চামচ হলুদ গুঁড়ো
  7. 1টেবিল চামচ লেবুর রস
  8. 4টেবিল চামচ ধনেপাতা
  9. 1/2টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  10. 2টেবিল চামচ তেল
  11. 1টেবিল চামচ ধনের গুঁড়ো
  12. 1/2টেবিল চামচ জিরের গুঁড়ো
  13. 1টেবিল চামচ গরম মশলার গুঁড়ো
  14. 1 কাপব্রেড ক্রাম্ব
  15. 3টেবিল চামচ ময়দা
  16. 1/4টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  17. 1/4টেবিল চামচ বিটনুন
  18. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    কড়াইতে সাদা তেল গরম করে আদা ও রসুন বাটা দিয়ে অল্প নেড়ে বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে দিতে হবে ।

  2. 2

    নুন, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাতি লেবুর রস দিয়ে চিকেন ভাজতে হবে ।

  3. 3

    সিদ্ধ ও ভাজা হলে একটা পাত্রে ঢেলে রাখতে হবে ।

  4. 4

    কড়াইতে তেল গরম করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সিদ্ধ আলু ভেঙ্গে দিয়ে ভাজতে হবে ।

  5. 5

    ভাজা হলে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে অল্প নেড়ে নামিয়ে নিতে হবে । একটা পাত্রে ঢেলে নিতে হবে ।

  6. 6

    অল্প গরম থাকতে থাকতে ভাজা চিকেন দিয়ে আলু সাথে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে ।

  7. 7

    মাখা চিকেন থেকে পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে ডোলে লম্বা সেপের আকারে তৈরি করে নিতে হবে । একই ভাবে সব গুলো তৈরি করে নিতে হবে ।

  8. 8

    একটা পাত্রে ব্রেড ক্রাম্ব নিতে হবে ।

  9. 9

    আর একটা পাত্রে ময়দা, গোলমরিচ গুঁড়ো, বিটনুন ও অল্প জল দিয়ে গুলে ব্যটার তৈরি করে নিতে হবে ।

  10. 10

    একটা একটা করে নিয়ে প্রথমে ময়দার ব্যটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের পাত্রে দিতে হবে ।

  11. 11

    ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে ।

  12. 12

    কড়াইতে সাদা তেল গরম করে মিডিয়াম লো ফ্লেমে লালচে রং করে ভেজে নিতে হবে ।

  13. 13

    টমেটো সস, কাসুন্দি ও স্যালাডের সাথে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes