মালাই রোল (malai roll recipe in Bengali)

Sanchita Dutta
Sanchita Dutta @cook_17362173

#মিষ্টি
পাউরুটি আর দুধ দিয়ে তৈরি একটি মিষ্টি। সহজেই বানিয়ে ফেলা যায়।

মালাই রোল (malai roll recipe in Bengali)

#মিষ্টি
পাউরুটি আর দুধ দিয়ে তৈরি একটি মিষ্টি। সহজেই বানিয়ে ফেলা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

3 জনের জন্য।
  1. 1/2 লিটারদুধ
  2. 6 স্লাইসপাউরুটি
  3. 3 কাপগুঁড়ো দুধ
  4. 1 চিমটিকেশর
  5. 1/2 চা চামচএলাচ গুঁড়ো
  6. 2 কাপচিনি
  7. প্রয়োজন অনুযায়ীচেরি ও পেস্তা গুঁড়ো সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে 3 দুধ, এক কাপ গুঁড়ো দুধ, এক কাপ চিনি ঘন করে ফুটিয়ে কেশর ও এলাচ গুঁড়ো ছড়িয়ে রাবরীর মতো বানিয়ে আলাদা করে রেখে দিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে দুধ, গুঁড়ো দুধ, চিনি দিয়ে ফুটিয়ে একটি মন্ড তৈরি করে নিতে হবে। এটা মালাই তৈরি হলো।

  3. 3

    এবার পাউরুটি গুলোর ধার কেটে বাদ দিয়ে স্লাইস গুলো পাতলা করে বেলে নিতে হবে। এবার এতে মালাই ভোরে রোল করে নিতে হবে। রোল গুলো একটি পাত্রে রেখে ওপরে রাবরী টা ঢেলে দিতে হবে। চেরী ও পেস্তা গুঁড়ো ছড়িয়ে সাজিয়ে নিলেই তৈরি মালাই রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchita Dutta
Sanchita Dutta @cook_17362173

মন্তব্যগুলি (4)

SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
দারুন রেসিপি। ছবি আপলোড করে দিও

Similar Recipes