কাস্টার্ড মালাই রোল (custard malai roll recipe in bengali)

Pratima Biswas Manna
Pratima Biswas Manna @Pratima
Ahmedabad

#ebook2
বাংলা নববর্ষ রেসিপি
পাউরুটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের পদ বানিয়ে থাকি। মালাই রোল তার মধ্যে একটি। বাচ্চা থেকে বড়ো, সবার খুব প্রিয় একটি পদ। আর খুব বানানো ও খুব সহজ। আজ আমি সেই চির পরিচিত মালাই রোল এর মধ্যে কাস্টার্ড এর টুইস্ট দিয়ে হাজির করলাম। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি।।

কাস্টার্ড মালাই রোল (custard malai roll recipe in bengali)

#ebook2
বাংলা নববর্ষ রেসিপি
পাউরুটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের পদ বানিয়ে থাকি। মালাই রোল তার মধ্যে একটি। বাচ্চা থেকে বড়ো, সবার খুব প্রিয় একটি পদ। আর খুব বানানো ও খুব সহজ। আজ আমি সেই চির পরিচিত মালাই রোল এর মধ্যে কাস্টার্ড এর টুইস্ট দিয়ে হাজির করলাম। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 -4 জন
  1. 10 টিপাউরুটি
  2. পুর এর জন্য
  3. 200 গ্রামখোয়া
  4. 1/4 কাপদুধ
  5. 3টেবিল চামচ চিনি
  6. 4টে আমণ্ড, কাজু ও কিছু কিসমিশ কুচি
  7. 4 টে
  8. কাস্টার্ড এর জন্য
  9. 1/2 লিটারদুধ
  10. 5 টেবিল চামচচিনি
  11. 1 টেবিল চামচকাস্টার্ড পাউডার
  12. 6টা আলমন্ড
  13. 6 টাকরে কাজু ও কিছু কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পাউরুটির সাইড গুলো কেটে নিতে হবে। একটা প্যান গরম বসিয়ে তাতে ¼ কাপ দুধ, 3 টেবিল চামচ চিনি দিয়ে ফুটতে দিতে হবে, ফুটে উঠলে খোয়া দিতে হবে।

  2. 2

    খোয়া ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ড্রাই ফ্রুট কুচি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে, ঘন হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এখন একটা করে পাউরুটি নিতে বেলন দিয়ে হালকা করে বেলে নিয়ে মাওয়া লাগিয়ে রোল বানিয়ে নিতে হবে।

  3. 3

    এখন ঐ প্যান এ ½ লিটার দুধ গরম করে চিনি দিয়ে ফোটাতে হবে, ফুটে উঠলে ড্রাই ফ্রুট কুচি ও আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডার মিশিয়ে নিতে হবে। একটু ঘন হয়ে এলে বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। এবার আগে থেকে তৈরি করা পাউরুটির রোল এর উপর কাস্টার্ড ছড়িয়ে ফ্রীজ এ রেখে দিতে হবে 1ঘন্টা। এরপর পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড মালাই রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pratima Biswas Manna
Ahmedabad
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি নিরন্তর সেই সকল রন্ধনকারীকে সমর্থন করে চলেছে যারা অক্লান্ত ও নিরন্তর ভাবে অপরের জন্য রান্নায় প্রয়াস চালিয়ে যাচ্ছেন
আরও পড়ুন

Similar Recipes