কমলা জ্যুস ভরা সন্দেশ (kamola juice bhora sodesh recipe in Bengali)

Uma Sarkar
Uma Sarkar @cook_12708558

#মিষ্টি
আমার নিজের রেসিপি। কমলালেবুর জুস , গন্ধ ও স্বাদে অতুলনীয় সন্দেস। সন্দেস টি মাইক্রোওয়েভে করা ।

কমলা জ্যুস ভরা সন্দেশ (kamola juice bhora sodesh recipe in Bengali)

#মিষ্টি
আমার নিজের রেসিপি। কমলালেবুর জুস , গন্ধ ও স্বাদে অতুলনীয় সন্দেস। সন্দেস টি মাইক্রোওয়েভে করা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
16 সারভিংস
  1. 2 লিটারদুধের ছানা (2 কাপ)
  2. 1/4 কাপচিনি
  3. 1টেবিল চামচ কমলালেবুর রিনড
  4. 3টেবিল চামচ কমলালেবুর রস (1/2কাপ রসে চিনি দিয়ে ফুটিয়ে ঘনো করা)
  5. 1টেবিল চামচ পেস্তা বাদাম কুচি
  6. 1/8 চা চামচকমলালেবুর এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    2 লিটার দুধ ফুটিয়ে ও লেবুর রস দিয়ে ছানা বানিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে ও ভালো করে জল ঝড়িয়ে নিতে হবে। ভালো করে মৃসন করে মেখে নিতে হবে। এবার চিনি মিশিয়ে মাইক্রোওয়েভে 2 মিনিট রান্না করে ভালো করে নাড়িয়ে আবারও 2 রান্না করতে হবে। এই ভাবে তিন বার করতে। একটু ঠান্ডা হলে তাতে এসেন্স মিশিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    এবার কিছুটা সন্দেস মন্ড নিয়ে তাল শাঁস ছাঁচে ফেলে সন্দেস বানিয়ে ওপর থেকে একটু গর্ত করে তার মধো কমলালেবুর রস ভরে গর্তের মুখ বন্ধ করে দিতে হবে। এবার ছাঁচ থেকে সন্দেস বের করে নিলেই তৈরি।

  3. 3

    এবার ওপরে কিছু পেস্তা কুচি ও কমলালেবুর রিনড দিয়ে সাজিয়ে দিন।

  4. 4

    সন্দেস খাবার জন্য তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Uma Sarkar
Uma Sarkar @cook_12708558

Similar Recipes