কসুরি মেথি কাতলা (kasuri methi katla recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#ebook2
#বাংলা নববর্ষ
বাঙালির পছন্দের কাতলা মাছের একটু অন্য রকম রেসিপি। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।

কসুরি মেথি কাতলা (kasuri methi katla recipe in Bengali)

#ebook2
#বাংলা নববর্ষ
বাঙালির পছন্দের কাতলা মাছের একটু অন্য রকম রেসিপি। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4জন
  1. 4 টুকরোকাতলা মাছ
  2. 1/4 চা চামচঅল্প পাঁচ ফোড়ন
  3. 2টো শুকনো লঙ্কা
  4. 2টো কাঁচালঙ্কা চিরে রাখা
  5. 1টা মাঝারি মাপের পেঁয়াজ পেস্ট
  6. 1/2 চা চামচআদা বাটা
  7. 1টা বড় টমেটো গ্রেট করা
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  11. 1টেবিল চামচ কসুরি মেথি
  12. স্বাদ মতো নুন ও চিনি
  13. পরিমাণ মতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে তাতে মাছ ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    ঐ তেলেই পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে গন্ধ বেড়ালে পেঁয়াজ পেস্ট টা দিয়ে ভালো করে নাড়তে হবে হাল্কা লাল হওয়া পর্যন্ত। এবার আদা বাটা, গ্রেট করা টমেটো,হলুদ, লঙ্কা গুরো, গরম মশলা গুরো, নুন ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    মশলা থেকে তেল ছেড়ে এলে ভাজা মাছ দিয়ে নেড়ে অল্প জল ও কাঁচালঙ্কা দিয়ে ঢাকা দিতে হবে। জল শুকিয়ে মাখা মাখা হলে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে আবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রাখতে হবে 5 মিনিট।

  5. 5

    5 মিনিট পর ঢাকা সরিয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু কসুরি মেথি কাতলা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

মন্তব্যগুলি (5)

Similar Recipes