দই ইলিশ (Doi illish recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#ebook2
#নববর্ষের রেসিপি

দই ইলিশ (Doi illish recipe in Bengali)

#ebook2
#নববর্ষের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০-১৫ মিনিট
৫ জনের
  1. ৫ টুকরো ইলিশ মাছ
  2. ১ কাপ টক দই
  3. ১ টেবিল চামচ সর্ষে বাটা
  4. ১ চা চামচ পোস্ত বাটা
  5. ৪ টে কাঁচা লংকা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. স্বাদ মতো নুন
  8. পরিমাণ মতো সর্ষে তেল
  9. ১/৪ চা চামচ চিনি (ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

১০-১৫ মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর তাতে ফেটানো টক দই, সরষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লংকা আর নুন দিয়ে ভালোভাবে মাখতে হবে। তাতে মশালা র বাটি টা ধুয়ে জলটা দিয়ে দিতে হবে।

  3. 3

    তারপর তাতে ৩-4 টেবিল চামচ সরষে তেল দিয়ে কড়াইতে ঢেলে আচঁটা কমিয়ে ১০ মিনিট ঢেকে দিতে হবে।

  4. 4

    ৫ মিনিট পর ঢাকা তুলে মাছ গুলো একটু উলটে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আরো ৫ মিনিট হতে দিতে হবে।

  5. 5

    তারপর ঢাকা তুলে ওপরে ১চা চামচ সরষে তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes