ব্রেড মালাই রোল (bread malai roll recipe in Bengali)

Sunanda Majumder
Sunanda Majumder @cook_23481267

#ebook2 জামাই ষষ্ঠী
এরকম লোভনীয় একটি মিষ্টি জামাইষষ্ঠীর বিশেষ দিনে আপনি তৈরি করতে পারেন। সুস্বাদু এই মালাই রোল সবার মুখে লেগে থাকবে।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩জন
  1. ১০ টি পাউরুটির স্লাইস
  2. ৭৫০ মিলি লিটার দুধ
  3. ১৫০ গ্রাম গুঁড়ো দুুধ
  4. ১/২ চা চামচ কেশর
  5. ২ টেবিল চামচ আমন্ড কুচি
  6. ২-৩ টি চেরি
  7. ৪ টেবিল চামচ চিনি
  8. ২ চা চামচ এলাচ গুঁড়ো
  9. ৫০ গ্রাম খোয়া ক্ষীর

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    কম আচে একটি পাত্রে এক কাপ দুধ বসিয়ে তারমধ্যে গুঁড়ো দুধ,২টেবিল চামচ চিনি, ১ চা চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন এবং ঘনএকটি ক্ষীরের পুর তৈরি করুন।

  2. 2

    বাকি ৫০০ মিলি লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করতে হবে। ২টেবিল চামচ চিনি ও ১চা চামচ এলাচ গুঁড়ো,৫০ গ্রাম খোয়া ক্ষীর মিশিয়ে দুধটাকে ঘন করে মালাইয়ের মত তৈরী করে নিন।

  3. 3

    পাউরুটির চারধার সমান করে ছুরি দিয়ে কেটে আলাদা করে নিন।

  4. 4

    এবার পাউরুটির স্লাইস গুলি বেলুন দিয়ে চেপে বেলে পাতলা করে নিন।

  5. 5

    পাতলা করে বেলে নেয়া পাউরুটির স্লাইস গুলির মধ্যে তৈরি করে রাখা ক্ষীরের পুর লম্বা করে দিয়ে পাউরুটি রোল করে নিতে হবে।

  6. 6

    সবকটি রোল তৈরি হয়ে গেলে একটি প্লেটে রোল গুলিকে রেখে ওপর থেকে তৈরি করে রাখা মালই ঢেলে দিতে হবে। যাতে সবকটি পাউরুটির রোল ঠিকমতো মালাই দিয়ে ঢাকা পড়ে।

  7. 7

    এবার ১/৩ কাপ দুধে ভিজিয়ে রাখা কেশর মালাই রোল এর ওপর ছড়িয়ে দিন। আমন্ড কুচি ও চেরির স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Sunanda Majumder
Sunanda Majumder @cook_23481267

Similar Recipes