ডিম পোস্ত (dim posto recipe in bengali)

Ankita Basu Saha
Ankita Basu Saha @ankitab123
Toronto

#দৈনন্দিন রেসিপি

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জনের জন্য
  1. ৫ টি ডিম
  2. ১/২ মাঝারি সাইজের পিঁয়াজ স্লাইস করা
  3. ১/২ কাপ পোস্ত বাটা
  4. ১/২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  5. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ৩-৪ টি গোটা কাঁচা লঙ্কা
  7. ২ টেবিল চামচ সরিষার তেল
  8. ১/২ চা চামচ চিনি
  9. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে ডিম গুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে ও লম্বালম্বিভাবে মাঝ বরাবর কেটে দুভাগে ভাগ করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে হলুদ লবণ মাখানো ডিম গুলো ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর ওই তেলে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হলে কাঁচা লঙ্কাসহ পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, লবণ ও চিনি দিয়ে ভালো করে কষতে হবে। দরকারে অল্প জল দিয়ে কষাতে হবে। কষে গিয়ে তেল ছেড়ে এলে ডিম গুলো দিয়ে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ও জল কমে গিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিম পোস্ত।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Basu Saha
Ankita Basu Saha @ankitab123
Toronto

Similar Recipes