মাছের ডিমের বড়ার কারি(machher dimer borar curry recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#GA4
#week5
আমি এবারে শব্দছক থেকে 'fish'কথাটি নিয়ে বানিয়ে ফেলেছি বাঙালির অত্যন্ত প্রিয় খাবার মাছের ডিমের বড়ার কারী।ভাত দিয়ে জমে যায় এই পদ।আর বানানোও ততোধিক সহজ।

মাছের ডিমের বড়ার কারি(machher dimer borar curry recipe in Bengali)

#GA4
#week5
আমি এবারে শব্দছক থেকে 'fish'কথাটি নিয়ে বানিয়ে ফেলেছি বাঙালির অত্যন্ত প্রিয় খাবার মাছের ডিমের বড়ার কারী।ভাত দিয়ে জমে যায় এই পদ।আর বানানোও ততোধিক সহজ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৪জন
  1. বড়া:-
  2. ৩০০গ্রাম মাছের ডিম
  3. ২টেবিল চামচ ছোলার ডালের ব্যসন(প্রয়োজনে বেশি দেওয়া যেতে পারে)
  4. ১চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  5. ১/৩চা চামচ হলুদ গুঁড়ো
  6. স্বাদ অনুযায়ী নুন
  7. ১/৩চা চামচ কালোজিরে
  8. ১/৩চা চামচ পোস্ত
  9. ২টি কাঁচালঙ্কা কুচি
  10. কারি:-
  11. ২টি আলু(ডুমো করে কাটা)
  12. ২টি পেঁয়াজ(বড়)কুচি করা
  13. ১টেবিল চামচ আদা+রসুন+কাঁচালঙ্কা বাটা
  14. ১টি মাঝারি মাপের টমেটোর পিউরি
  15. ১চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  16. ১চা চামচ জিরে গুঁড়ো
  17. ১চা চামচ ধনে গুঁড়ো
  18. ১/৩ চা চামচ গরম মশলার গুঁড়ো
  19. ২টি তেজপাতা
  20. ১টি এলাচ
  21. ১ টিলবঙ্গ
  22. ১টিদারচিনি
  23. ১/৩ চা চামচমচ গোটা জিরে
  24. ১টি শুকনোলঙ্কা দু টুকরো করে
  25. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  26. স্বাদ অনুযায়ীনুন
  27. ১চা চামচ চিনি
  28. পরিমান মতোরান্নার জন্য সর্ষের বা সাদা তেল
  29. পরিমান মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    ডিম খুব ভালো করে ধুয়ে জল চিপে নিতে হবে যতটা সম্ভব।এরপর ব্যাসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পোস্ত, কালোজিরে, লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে নিতে হবে ডিম।খুব টাইট নাহলেও বড়া বানানো যাবে।

  2. 2

    কড়াই এ বেশ কিছুটা তেল দিয়ে বড়াগুলো নির্দিষ্ট শেপে নিজের ইচ্ছেনুযায়ী বানিয়ে ফেলতে হবে একটু একটু করে গরম তেলের উপরে দিয়ে।বার দুই-তিনেক লাগবে বড়াগুলো সম্পূর্ন ভাজতে।একটু কড়া করে ভাজা হবে, পরে ঝোলে পড়লে আর ভাঙবে না তবে।

  3. 3

    বড়া তুলে রেখে কড়াই এ পরিমান মতো তেল দিয়ে আলু ভেজে তুলে নিতে হবে প্রথমে।এরপর জিরে-তেজপাতা-শুকনোলঙ্কা-গরম মশলা ফোড়ন দিয়ে রাখতে হবে ত্রিশ সেকেন্ড।কারী বানানোর সমস্ত উপাদান হাতের কাছে জোগাড় করে রাখতে হবে আগেই।

  4. 4

    এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে লালচে করে। আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে দুই মিনিট।এবারে টমেটো পিউরি দিয়ে রান্না করে নিতে হবে একটু।

  5. 5

    এবারে এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো,হলুদ গুঁড়ো ও নুন দেওয়া হবে রান্নায়।একটু ভেজে নিয়েই দিতে হবে অল্প জল।কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে।মিশিয়ে দেওয়া হবে আলু।আবারও সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে কারীর মশলা।আঁচ থাকবে এইসময় সিমে।

  6. 6

    কষানো হয়ে গেলে গ্যাসের পাওয়ার আরেকটু বাড়িয়ে আলু সেদ্ধ ও ঝোল রাখার মতো জল দিয়ে বড়াগুলো ছেড়ে দিতে হবে এর মধ্যে।বেশ কিছুক্ষণ ফুটবে এবারে এই ঝোল।

  7. 7

    একটু ঘন হয়ে এলে চিনি ও গরম মশলার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিতে হবে আরও মিনিট দুয়েক।এরপর গ্যাস বন্ধ করে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট।

  8. 8

    ঘন হয়ে যাবে এই ঝোল।গা মাখা মাখা মাছের ডিমের বড়ার কারী প্রস্তুত এবারে।একটি ছড়ানো পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে ভাতের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes