চিকেন মোগলাই পরোটা (chicken mughlai porota recipe in Bengali)

Sutapa Datta
Sutapa Datta @cook_26614298

#GA4
#week9
এই সপ্তাহের রেসিপি থেকে আমি ময়দা কে বেছে নিয়েছে আর ময়দা দিয়ে চিকেন মোগলাই পরোটা বানিয়েছি।

চিকেন মোগলাই পরোটা (chicken mughlai porota recipe in Bengali)

#GA4
#week9
এই সপ্তাহের রেসিপি থেকে আমি ময়দা কে বেছে নিয়েছে আর ময়দা দিয়ে চিকেন মোগলাই পরোটা বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
5জন
  1. 500 গ্রামময়দা
  2. পরিমান মতোতেল
  3. 10 টাটোস্ট বিস্কুট গুঁড়ো
  4. 1 বাটিপেঁয়াজ কুচি
  5. 1 টাশিমলা মির্চ ছোট কুচি করে কাটা
  6. 5 টিডিম
  7. 250 গ্রামবোনলেস চিকেন
  8. 2 টোশসা স্যালাড এর জন্য কুচি করে কাটা
  9. 1 টাপেঁয়াজ স্যালাড এর জন্য কুচি করে কাটা
  10. স্বাদমতোলঙ্কা গুঁড়ো
  11. 1/4চা চামচহলুদ গুঁড়ো
  12. পরিমান মতময়দা আটা মাখার জন্য জল
  13. স্বাদমতোচাট মসলা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ময়দাকে নুন আর ময়ান দিয়ে ভালো করে মেখে নেব। তারপর ময়দা মাখা টি ঢাকা দিয়ে রাখব। বোনলেস চিকেন কে ভালো করে ধুয়ে নুন আর জল দিয়ে 15 মিনিট সেদ্ধ করে নেব।

  2. 2

    সিদ্ধ করা মাংস ঠান্ডা হলে হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নেব তারপর কড়াই গরম করে অল্প তেল দিয়ে পেঁয়াজকুচি সিমলা মির্চ কুচি ভাল করে ভেজে নেব তারপর হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো নুন আর মাংস দিয়ে ভালো করে নেড়ে নেব।হয়ে গেলে নামিয়ে নেব।

  3. 3

    এবার একটি গ্লাসে একটি ডিম ফেটিয়ে নেব ওর মধ্যে পেঁয়াজ কুচি বিস্কুট গুঁড়ো দু'চামচ পেঁয়াজকুচি অল্প নুন সামান্য চিকেন অল্প চাট মসলা সবকিছুকে ভালো করে ফেটিয়ে নেব। এবার ময়দার বড় একটা লেচি কেটে বড় করে একটা রুটি বেলবো তারপর ওই মিশ্রণটা রুটি মাঝখানে দিয়ে একটু ছড়িয়ে রুটিটা কে আয়তক্ষেত্র আকারে মুড়ে নেব।

  4. 4

    এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে ভাজার জন্য একটু বেশি তেল দিয়ে গরম করে নেব তারপর পরোটা তেলে দিয়ে দেবো। ভালো করে দুপিঠ ভিজে নেব যাতে ভেতরটা কাঁচা না থাকে। তারপর একটি প্লেটে নামিয়ে নেব পাশে শসা পেঁয়াজ কুচি টমেটো সস দিয়ে পরিবেশন করবো। এভাবেই বাকিগুলোকে ভেজে নেবো। তৈরি আমার চিকেন মোগলাই পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Datta
Sutapa Datta @cook_26614298

Similar Recipes