মেথি আলু পরোটা(Methi Alu Porota Recipe In Bengali)

Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

#জলখাবারের রেসিপি

মেথি আলু পরোটা(Methi Alu Porota Recipe In Bengali)

#জলখাবারের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪-৫ জনের জন্য
  1. ২ কাপ আটা
  2. ২৫০ গ্রাম মেথি শাক কু‌ঁচি
  3. ২ টো বড়ো আলু সেদ্ধ
  4. ১ চা চামচ আদা কাঁচালঙ্কা বাটা
  5. ৩-৪ টেবিল চামচ ধনেপাতা কুচি
  6. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  7. স্বাদমতোনুন
  8. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  9. পরিমাণমত জল
  10. ১/২ চা চামচ আমচুর গুঁড়ো
  11. পরিমাণমত পরোটা ভাজার জন্য ঘী/সাদা তেল
  12. ২ চা চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে আটা নুন আর জল দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে ২ চা চামচ তেল দিয়ে আদা কা‌ঁচালঙ্কা বাটা দিয়ে ভাজতে হবে।

  3. 3

    এরপর মেথি শাক কুঁচি দিয়ে নেড়ে সামান্য নুন দিয়ে চাপা দিয়ে দিতে হবে যাতে শাক সেদ্ধ হয়ে যায়।

  4. 4

    তারপর শাক সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে।

  5. 5

    এরপর সেদ্ধ আলুর সাথে শাক,ধনেপাতা কুঁচি,নুন,গরম মশলা গুঁড়ো,জিরে গুঁরো,আমচূর গুঁড়ো সব একসাথে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর আটা মাখা থেকে লেচি কেটে আলুর পুর ভরে বেলে ভেজে নিলেই তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

Similar Recipes