তেল কৈ (Tel koi recipe in bengali)

Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

অথেন্টিক স্বাদের তেল কৈ

তেল কৈ (Tel koi recipe in bengali)

অথেন্টিক স্বাদের তেল কৈ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০
  1. ৮ টি কৈ মাছ
  2. ১ টামিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১ চা চামচ রসুন বাটা
  5. ১ টা মিডিয়াম সাইজের টমেটো বাটা
  6. ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  7. ১ /২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচ কালো জিরা
  10. ২ টো কাঁচা লঙ্কা চেরা
  11. ১/২ চা চামচ গরমসলা গুঁড়ো
  12. পরিমান মতসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০
  1. 1

    মাছ কেটে ধুয়ে পরিস্কার করে নিন। মাছের গেয়ে হালকা চিরে নুন হলুদ মাখিয়ে নিন।

  2. 2

    এবার সমস্ত মসলা এক সাতে বেটে নিন।

  3. 3

    এবার বাটা মসলায় পরিমানমত হলুদ আর সুক্ষ্মলঙ্কা গুঁড়ো দিয়ে মিসিয়ে নিন। তেল গরম করে মাছ হালকা করে ভেজে তুলে রাখুন

  4. 4

    এবার ঐ তেলে কালো জিরা ফোঁড়ন দিয়ে বাটা মসলা আর পরিমানমত লবণ দিয়ে মসলা কশিয়ে নিন যতখোন না মসলার কাঁচা গন্ধ যাচ্ছে। মসলা ভালো ভাবে কশিয়ে জল দিন । জল ফুটে উটলে মাছ দিয়ে দিন। জল কমে গা মাখা হলে গরমসলা বাটা দিয়ে নামিয়ে নিন। এই রান্নায় তেল একটু বেশি লাকবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

Similar Recipes