আলুর চপ (alur chop recipe in bengali)

priyanka nandi
priyanka nandi @cook_26145513
Chennai

#GA4
#Week12
তেলে ভাজা মানে চপ, সিঙ্গারা বাঙালির সব সময় প্রিয়।আর এটা যদি হয় সন্ধ্যা বেলা চা এর সাথে তালে তো কোনো কথাই নেই।দোকানের মতো চপ বানাতে চাই এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন।

আলুর চপ (alur chop recipe in bengali)

#GA4
#Week12
তেলে ভাজা মানে চপ, সিঙ্গারা বাঙালির সব সময় প্রিয়।আর এটা যদি হয় সন্ধ্যা বেলা চা এর সাথে তালে তো কোনো কথাই নেই।দোকানের মতো চপ বানাতে চাই এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট।
৪ জন।
  1. ৩ টেবড় সাইজের আলু
  2. ১ টাপেঁয়াজ
  3. ৬-৭ কোয়ারসুন
  4. ১ ইঞ্চিআদা
  5. স্বাদ মতোনুন
  6. ২-৩ টেকাঁচা লঙ্কা
  7. ১/২ চা চামচহলুদগুঁড়ো
  8. ১ টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  9. ১-২ টেবিল চামচভাজা মশলা
  10. প্রয়োজন মতভাজার জন্য সাদা তেল
  11. ১কাপবেসন
  12. ১/৪ কাপকুকিং সোডা
  13. ১ টেবিল চামচগরম মশলা
  14. ১ টেবিল চামচচাট মশলা
  15. ১/২ টমেটো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট।
  1. 1

    আলু গুলো কে সেদ্ধ করে মেখে নিতে হবে।

  2. 2

    গ্যাসে করাই বসিয়ে কড়াইতে ১/২ টেবিল চামচ গোটা জিরে,ধনে,মৌরি আর শুকনো ২ নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সিতে গুড়িয়ে নিতে হবে।তালেই রেডি ভাজা মশলা।

  3. 3

    এবারে আদা,পেঁয়াজ, টমেটো, রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে হবে।

  4. 4

    গ্যাসে করাই বসিয়ে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে আদা পেঁয়াজ কুঁচি গুলো কে দিয়ে ভালো করে নাড়তে হবে ৫-৬ মিনিট।এবারে মাখা আলু টা দিয়ে স্বাদ মতোনুন, গুঁড়ো মশলা দিয়ে ১০-১২ মিনিট ভালো করে নেড়ে মিশ্রণ টাকে ঠান্ডা করতে হবে।

  5. 5

    এবারে বেসন টা প্রয়োজন মত জল দিয়ে ১০ মিনিট খুব ভালো করে ফেটিয়ে ওতে নুন,লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আরো ১৫ মিনিট মতো ফেটিয়ে রাখতে হবে।

  6. 6

    করাই সাদা তেল দিয়ে তেল গরম করতে দিয়ে আলু মাখা গুলো গোল গোল পাকিয়ে একটা থালায় একটু ময়দা ছিটিয়ে হাতের তালুতে ওই গোল গোল আলু নিয়ে একটু চেপটে দিতে হবে এই ভাবে।

  7. 7

    এবারে বেসনে ডুবিয়ে ভেজে নিতে হবে সাদা তেলে লাল লাল করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
priyanka nandi
priyanka nandi @cook_26145513
Chennai

Similar Recipes