ফ্রায়েড রাইস(fried rice recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#GA4
#Week12
এবারের শব্দছক থেকে 'বিন্স'শব্দটি নিয়ে তা দিয়ে আমি বানিয়ে ফেলেছি সকলের খুব পরিচিত ও প্রিয় এই পদ 'ফ্রায়েড রাইস'; যে কোনো নিরামিষ বা আমিষ সাইড ডিশের সাথেই এর স্বাদ অতুলনীয়।আর শীতকালে তো করাই চাই😊কেননা এমন ফুলকপি, গাজর,বিন্স,ক্যাপ্সিকাম অন্য সময় মেলে না।

ফ্রায়েড রাইস(fried rice recipe in Bengali)

#GA4
#Week12
এবারের শব্দছক থেকে 'বিন্স'শব্দটি নিয়ে তা দিয়ে আমি বানিয়ে ফেলেছি সকলের খুব পরিচিত ও প্রিয় এই পদ 'ফ্রায়েড রাইস'; যে কোনো নিরামিষ বা আমিষ সাইড ডিশের সাথেই এর স্বাদ অতুলনীয়।আর শীতকালে তো করাই চাই😊কেননা এমন ফুলকপি, গাজর,বিন্স,ক্যাপ্সিকাম অন্য সময় মেলে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৪জন
  1. ৪০০গ্রাম কোহিনুর বাসমতি চাল
  2. ১/২পাতিলেবুর রস
  3. ১টি (ছোট)ফুলকপির ছোট করে কাটা টুকরো
  4. ১টি বড় ক্যাপ্সিকাম
  5. ১টি গাজর
  6. ১২টি বিন্স
  7. ১মুঠো কাজুবাদাম দু টুকরো করে কাটা
  8. ১টেবিলচামচ কিসমিস
  9. স্বাদমতো নুন
  10. ৫-৬টেবিলচামচ+১ চা চামচ চিনি
  11. ১চা চামচগোলমরিচের গুঁড়ো
  12. ১/২চা চামচ গরম মশলার গুঁড়ো(ঘরে তৈরি)
  13. ১/৪চা চামচ জায়ফল-জয়িত্রীর গুঁড়ো
  14. ৪টি তেজপাতা
  15. প্রয়োজন মতো থেঁতো করা সামান্য গোটা গরম মশলা(প্রতিটি 2টি করে)
  16. ২টেবিলচামচ ঘি
  17. ১/২কাপ সাদা তেল
  18. পরিমাণ মতো জল ( জলের পরিমান চালের তিনগুণ

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    বাসমতি চালের ভাত করে নিতে হবে অনেকটা জল, ১চামচ নুন ও লেবুর রস দিয়ে।লেবুর রস ভাত নামানোর আগে মেশাতে হবে।একটু শক্ত অবস্থাতেই ভাত নামালে ভালো হয়।স্ট্রেনারে ঢেলে ফ্যান ঝরিয়ে নিতে হবে একেবারে ঝরঝরে করে।

  2. 2

    নীচে দেওয়া ছবির মতো বা নিজের ইচ্ছে অনুযায়ী সবজি কেটে নিতে হবে।

  3. 3

    কড়াই এ সাদা তেল দিয়ে একে একে ভেজে নিতে হবে কাজু বাদাম, কিসমিস, ফুলকপি।কাজু ও কিসমিস একটা পাত্রে তুলে রেখে ফুলকপি ভেজে নিতে হবে মিনিট দুয়েক।তারপর এর সাথে মিশিয়ে দিতে হবে বিন্স, গাজর ও ক্যাপ্সিকাম।হালকা করে ভেজে নিতে হবে সব সবজি একটু নুন দিয়ে।এরপর তা তুলে রাখতে হবে একটা ডিশে।

  4. 4

    বাকি তেলে দু টেবিলচামচ ঘি দিয়ে ফোড়ন দিতে হবে তেজপাতা ও থেঁতো করা গোটা গরম মশলা ও এক চামচ চিনি।

  5. 5

    চিনি গলে গেলে ও ফোড়নে গরম মশলার গন্ধ বেরোলে আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা বাসমতি চালের ভাত দিয়ে ভেজে নিতে হবে একটুক্ষণ ঘিয়ের সঙ্গে।

  6. 6

    মিশিয়ে দিতে হবে এবারে ভেজে রাখা সব সবজিগুলো, কাজু বাদাম ও কিসমিস।

  7. 7

    দু মিনিট মতো নাড়িয়ে নিয়ে একে একে মশলা গুলো দিয়ে দিতে হবে-গোলমরিচের গুঁড়ো, গরম মশলা ও জায়ফল-জয়িত্রীর গুঁড়ো,অনেকটা চিনি ও স্বাদ অনুসারে সামান্য নুন(নাও লাগতে পারে)।

  8. 8

    সব ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু আঁচে রাখার পর নামিয়ে গরম গরম সার্ভ করে দিতে হবে সকলকে।আমি চিকেন কষার সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes