খইয়ের মুড়কি(khoi er murki recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#GA4
#week15

এবারের ধাঁধা থেকে বেছে নিলাম 'jaggery' অর্থাৎ গুড়কে,বানিয়ে ফেললাম মুড়কি।

খইয়ের মুড়কি(khoi er murki recipe in Bengali)

#GA4
#week15

এবারের ধাঁধা থেকে বেছে নিলাম 'jaggery' অর্থাৎ গুড়কে,বানিয়ে ফেললাম মুড়কি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
৪-৫জন
  1. ১প্যাকেট খই(১৩৫গ্রাম)
  2. ১'৫কাপ আখের গুড়
  3. ২টেবিল চামচ চিনি
  4. ১/২চা চামচ এলাচ গুঁড়ো(ইচ্ছে অনুযায়ী)
  5. ১/৩কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    কড়াই এ আখের গুড়, জল ও চিনি দিয়ে গ্যাস জ্বালিয়ে দেওয়া হল।ফুটবে একটুক্ষণ।

  2. 2

    গ্যাসের পাওয়ার সিমে রেখে আরও একটু ঘন করে নেওয়া হল।এলাচ গুঁড়ো দেওয়া হল ঠিক এইসময়।খুন্তি দিয়ে দেখে নিতে হবে গুড়ের তাক ঠিক আছে কিনা;এক তারের রস হবে।

  3. 3

    গুড়ের সিরা প্রস্তুত হয়ে গেলে একটু একটু করে খই ঢেলে দিতে হবে এর মধ্যে ও নেড়ে চেড়ে সমান করে নিতে হবে তৎক্ষণাৎ।তারপরে আবার একটু খই ঢালতে হবে।এইভাবে মোটামুটি পাঁচবারে মিশিয়ে নিতে হবে প্যাকেটের সমস্ত খই।

  4. 4

    গ্যাসের পাওয়ার কিন্তু সিমেই থাকবে শেষ পর্যন্ত।

  5. 5

    পুরোটা খই গুড়ে মেশানোর পর আরও তিন-চার মিনিট গ্যাসে বসিয়েই নাড়তে থাকবো পুরো মুড়কিটাকে।এতে একেবারে ঝরঝরে ও মুচমুচে হবে মুড়কি।গ্যাস বন্ধ করে মুড়কি কড়াই থেকে ঢেলে দেব একটা চওড়া থালায়,যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।

  6. 6

    তারপর একটা এয়ার টাইট কাঁচের জারে রেখে খাওয়া যেতে পারে একে সপ্তাহ খানেক ধরে।দারুণ স্বাদের মুড়কি কিন্তু আমাদের তৈরি😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes