ফুলকপির ধোকা (foolkopir dhoka recipe in Bengali)

Soma Ganguly
Soma Ganguly @cook_28014325

#শাকসব্জীরেসিপি
#shabnam

ফুলকপির ধোকা (foolkopir dhoka recipe in Bengali)

#শাকসব্জীরেসিপি
#shabnam

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 mins
4 সারভিংস
  1. 1 টা মাঝারি আকারের ফুলকপি
  2. 200গ্রামমাটর ডাল
  3. পরিমান মতোসাদা তেল
  4. 1 চা চামচহলুদ গুঁড়ো
  5. 1 চা চামচমরিচ গুঁড়ো
  6. 1 চা চামচআদা বাটা
  7. স্বাদমতোনুন
  8. 1টেবিল চামচ চিনি
  9. 2 চা চামচজিরা গুঁড়ো
  10. 2 চা চামচধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

35 mins
  1. 1

    প্রথমে ফুলকপি ছোট টুকরো করে কেটে সেদ্ধ করতে হবে। এক চিমটি হলুদ দিতে হবে।

  2. 2

    তারপরে আমরা ডালটি ২ ঘন্টা ভিজিয়ে রাখব এবং তারপরে একটি পেস্ট তৈরি করব।

  3. 3

    এবার আমরা করাই এ তেল গরম করে তাতে সেদ্ধ ফুলকপি দিয়ে দেব।

  4. 4

    ফুলকপি ম্যাশ করে নেব।

  5. 5

    পেস্ট করা ডাল দিয়ে দেব।

  6. 6

    এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো,আদা বাটা ও নুন দিতে হবে।

  7. 7

    চিনি ও লঙ্কাগুঁড়ো দিতে হবে।

  8. 8

    10 মিনিট নেড়ে মিশিয়ে রান্না করতে হবে।একটি পাত্রে নামিয়ে নিয়ে সমান করে 10 মিনিট রেখে দিতে হবে।

  9. 9

    চৌকো করে ডায়মন্ড শেপে কেটে নিতে হবে।

  10. 10

    করাই এ পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে ডায়মন্ড শেপের ধোকা গুলো মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলতে হবে।

  11. 11

    একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma Ganguly
Soma Ganguly @cook_28014325

মন্তব্যগুলি (2)

Similar Recipes