নতুন আলু কড়াইশুটির দম (kadaishuntir dom recipe in Bengali)

Sumana Sarkar
Sumana Sarkar @cook_27303014
Ranchi

শীতের দিনে এটা খুবই পছন্দের একটা রেসিপি আমার। তাই বানালাম।

নতুন আলু কড়াইশুটির দম (kadaishuntir dom recipe in Bengali)

শীতের দিনে এটা খুবই পছন্দের একটা রেসিপি আমার। তাই বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘন্টা
চার জনের জন্য
  1. 400 গ্রামছোট নতুন আলু
  2. 2 কাপমটরশুঁটি
  3. 1টেবিল চামচআদা বাটা
  4. 2টেবিল চামচরসুন বাটা
  5. 1/2 কাপটমেটো বাটা
  6. 4টেকাঁচালঙ্কা বাটা
  7. 2 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. 2 চা চামচকসুরী মেথী
  9. 2টেবিল চামচ কাজুবাদাম বাটা
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. 1/2 চা চামচহলুদ
  12. 4টেবিল চামচবাটার
  13. 4 চা চামচসাদা তেল
  14. 2/3 টিগোটা শুকনো লঙ্কা
  15. 1 চা চামচজিরে গুঁড়ো
  16. 1 চা চামচধনে গুঁড়ো
  17. 1 চা চামচগোটা জিরে
  18. 2টেবিল চামচমধু
  19. 2টিতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

এক ঘন্টা
  1. 1

    আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেব। মটরশুঁটি একটু ভাপিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা ও গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলু টা দিয়ে নেড়েচেড়ে ওর মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,টমেটো বাটা, নুন, হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে কাজুবাদাম বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মধু দিয়ে ভাপানো মটরশুঁটি দিয়ে সামান্য জল দিয়ে একটু ঢাকা দেব

  3. 3

    । ঢাকা খুলে কসুরী মেথী ও বাটার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Sarkar
Sumana Sarkar @cook_27303014
Ranchi

Similar Recipes