পাটিসাপ্টা (patisapta recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

এই শীতের সময় পিঠে খেতে ও খাওয়াতে খুব ভালো লাগে।পিঠের নাম শুনলেই প্রথম এই পিঠের কথাই মনে পড়ে।আর এই ধবধবে সাদা পিঠে বাড়িতে সবাই খুব পছন্দ করে

পাটিসাপ্টা (patisapta recipe in Bengali)

এই শীতের সময় পিঠে খেতে ও খাওয়াতে খুব ভালো লাগে।পিঠের নাম শুনলেই প্রথম এই পিঠের কথাই মনে পড়ে।আর এই ধবধবে সাদা পিঠে বাড়িতে সবাই খুব পছন্দ করে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৮ জন
  1. ১.৫ কাপগোলা তৈরি জন্যে চালের গুঁড়ো
  2. ১/৪ কাপ ময়দা
  3. ১/২ কাপ+১/২ কাপ চিনি পুরের জন্য
  4. ১ টিপুরের জন্য নারকোল কোরা
  5. ৪ চা চামচ গুঁড়ো দুধ
  6. প্রয়োজন মতোদুধ
  7. ১/৪ চা চামচ নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে নারকোল কুড়িয়ে নিতে হবে।এবার নারকোল কোড়ার সঙ্গে চিনি দিয়ে গ‍্যাসে বসিয়ে সমানে নাড়তে হবে, এরমধ্যে গুড়ো দুধ দিতে হবে, নারকোল কোড়া ও চিনি মিশে আঠালো ভাব আসবে ও মন্ড মতো হয়ে প‍্যান ছেড়ে দেবে তখন নামিয়ে নিতে হবে।

  2. 2

    এবার গোলা তৈরির জন্য চালের গুড়ো, ময়দা,চিনি ও নুন মিশিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে গুলে নিতে হবে, খুব পাতলা হবে না,১/২ ঘন্টা মতো রেখে দিতে হবে।

  3. 3

    এবার গ‍্যাসে প‍্যান বসিয়ে অল্প আচে প‍্যানে তেল লাগিয়ে একহাতা দিয়ে মাঝখানে পুর দিয়ে মুরে নিলেই তৈরি পাঠিসাপটা।এভাবে সবকটি করে নিতে হবে।এবার প্লেটে সাজিয়ে ওপরে একটা করে চেরি দিয়ে পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes