ভেটকি বাটার মশলা (bhetki butter masala recipe in Bengali)

Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

#GA4
#Week19
একটু নতুন স্বাদ অনুসন্ধান করার চেষ্টা করলাম।

ভেটকি বাটার মশলা (bhetki butter masala recipe in Bengali)

#GA4
#Week19
একটু নতুন স্বাদ অনুসন্ধান করার চেষ্টা করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40-45মিনিট
4জন
  1. 4 টি বড় ভেটকি মাছের টুকরো
  2. 2 চা চামচগরম মশলা গুঁড়ো
  3. স্বাদ মতোনুন ও চিনি
  4. 1 চা চামচহলুদ গুঁড়ো
  5. 2 টো বড় টমেটো ছোট করে কাটা
  6. 1 টা বড় পেঁয়াজ ছোট করে কাটা
  7. 1 চা চামচআদা রসুন বাটা
  8. 8-10 টারসুন কোয়া
  9. 10-12 টাকাজু বাদাম
  10. 8-10 টাকাঠবাদাম
  11. 50 গ্রামবাটার / মাখন
  12. 3 টেবিল চামচসাদা তেল
  13. স্বাদ মতকাঁচা লঙ্কা
  14. 1/2 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  15. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  16. 1 চা চামচ কাঁচা সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

40-45মিনিট
  1. 1

    মাছ গুলো ভালো করে ধুয়ে নুন, সামান্য হলুদ, আদা রসুন বাটা, কাঁচা সর্ষের তেল মাখিয়ে 20-30 মিনিট মত ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর কড়াইয়ে 2টেবিল চামচ মত সাদা তেল ও অল্প বাটার দিয়ে তেল গরম হলে মাছ গুলো ভেজে তুলে নিতে হবে

  3. 3

    এরপর কড়াই ভালো করে ধুয়ে জল শুকিয়ে সামান্য সাদা তেল ও বাটার দিতে হবে

  4. 4

    এরপর একে একে টমেটো, পেঁয়াজ, রসুন, বাদাম, নুন ও হলুদ দিয়ে মশলা একটু ভেজে নিতে হবে। ভাজা হলে গরম মশলা গুঁড়া দিয়ে নাড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    হালকা ঠাণ্ডা হলে মিক্সারে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর পেস্ট টি কড়াইয়ে দিয়ে স্বাদ মতো মিষ্টি দিয়ে মাছ গুলো দিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।

  6. 6

    কিছুক্ষণ রান্না করে ওপর থেকে অল্প গরম মশলা গুঁড়া ও একটু বাটার দিয়ে 2মিনিট ঢেকে নামিয়ে নিলেই তৈরি ভেটকি বাটার মাসালা। গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

Similar Recipes