মানচাও স্যুপ (man chow soup recipe in Bengali)

purnasee misra
purnasee misra @cook_22130544

#GA4
#week20
শীতের দিনে এক পাত্র গরম মানচাও স্যুপ কাজে এনার্জি এনে দেবে।স্টাটার হিসেবে খুব ই ভালো।

মানচাও স্যুপ (man chow soup recipe in Bengali)

#GA4
#week20
শীতের দিনে এক পাত্র গরম মানচাও স্যুপ কাজে এনার্জি এনে দেবে।স্টাটার হিসেবে খুব ই ভালো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

কুড়ি মিনিট
চার জনের
  1. 1/2কাপগাজর কুচি আধ
  2. 1/4 কাপবিন্স কুচি
  3. 1টেবিল চামচআদা রসুন কিমা এক বড় চামচ
  4. 1/2কাপসুইট কর্ণ আধ
  5. 2টেবিল চামচপেঁয়াজ কুচি দুই বড় চামচ
  6. প্রয়োজন অনুযায়ীধনেপাতার মূল
  7. 1 কাপবাঁধা কপি ছোট করে কাটা
  8. 2 টেবিল চামচপেয়াজ কলি কুচি
  9. পরিমাণ মতোসয়া সস ভিনিগার রেড চিলি সস
  10. 2 চা চামচকর্ণফ্ল্ওয়ার
  11. প্রয়োজন অনুযায়ীনুডস
  12. 2 চা চামচঅলিভ অয়েল দু চামচ।

রান্নার নির্দেশ সমূহ

কুড়ি মিনিট
  1. 1

    গাজর বীনস পেঁয়াজকলি বাঁধাকপি রসুন আদা সব ছোট ছোট করে কেটে নিতে হবে।নুডস সেদ্ধ করে একটু কর্ণফ্লাওয়ার মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার একটি প্যানে দু চামচ অলিভ অয়েল দিয়ে আদা ও রসুন কিমা একটুভেজে নিয়ে তাতে একে একে সব সব্জি দিয়ে একটু ভেজে নিতে হবে।এবার তিন কাপ জল দিয়ে অল্প নুন দিয়ে ফুটতে দিতে হবে।ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দশ মিনিট ফুটে গেলে ঢাকা খুলে তাতে 1/4 চামচ ভিনিগার এক বড় চামচ রেড চিলি সস ও এক চামচ টমাটো কেচাপ দিয়ে দু মিনিট ফোটাতে হবে।

  3. 3

    একটি পাত্রে দু চামচ কর্ণফ্লাওয়ার গুলে অল্প অল্প করে মেশাতে হবে।আমার তিন চামচ লেগেছে।এবার গ্যাস বন্ধ করে বাটিতে দিয়ে ওপরে একটু পেঁয়াজকলি কুচি ও ভাজা নুডস দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
purnasee misra
purnasee misra @cook_22130544

Similar Recipes