গুড় পিঠে(Gur pithe recipe in Bengali)

Bulbul Chattopadhyay
Bulbul Chattopadhyay @cook_28333892

#রান্নাঘর((Apni Rasoi)
থিম: জলখাবার
অঘ্রান মাসে
বর্দ্ধমান এর নবান্ন একটা বড়ো উৎসব। এই সময় কম বেশী সবার বাড়ী তে, এই গুড়পিঠে টা হোয়ে থাকে। আমার শাশুরি মায়ের থেকে আমি শিখেছি। বর্দ্ধমান ( Burdwan) বাঁকুড়া(Bankura), জেলা র গ্রামান্চলে , হাল্কা শীতে এর সাথে মুড়ি , কঁাচালংকা , মটরশুঁটি , খাওয়া হয়। এই জলখাবার এখোনো অনেকের পছন্দের খাবার। আমি বাঁকুড়া র মেয়ে আর বর্দ্ধমান এর বৌমা, তাই ছোটো বেলার এই জলখাবার দেবার সুযোগ হাতছাড়া কোরলাম না।

গুড় পিঠে(Gur pithe recipe in Bengali)

#রান্নাঘর((Apni Rasoi)
থিম: জলখাবার
অঘ্রান মাসে
বর্দ্ধমান এর নবান্ন একটা বড়ো উৎসব। এই সময় কম বেশী সবার বাড়ী তে, এই গুড়পিঠে টা হোয়ে থাকে। আমার শাশুরি মায়ের থেকে আমি শিখেছি। বর্দ্ধমান ( Burdwan) বাঁকুড়া(Bankura), জেলা র গ্রামান্চলে , হাল্কা শীতে এর সাথে মুড়ি , কঁাচালংকা , মটরশুঁটি , খাওয়া হয়। এই জলখাবার এখোনো অনেকের পছন্দের খাবার। আমি বাঁকুড়া র মেয়ে আর বর্দ্ধমান এর বৌমা, তাই ছোটো বেলার এই জলখাবার দেবার সুযোগ হাতছাড়া কোরলাম না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
10 জন
  1. ১কাপ আতপ চাল
  2. ১কাপ সেদ্ধ চাল
  3. ১/২ কাপ বিউলি ডাল
  4. ১/৪ কাপ ময়দা
  5. ১টাখেজুর গুড় গোল পাটালি
  6. ১/২ চা চামচ নুন
  7. ২ চা চামচ মৌরি
  8. পরিমান মতজল
  9. পরিমান মতসর্ষের তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    চাল ও ডাল ৫/৬ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
    গুড় কে ছোট ছোট করে ভেঙে সামান্য জল দিয় জ্বাল দিয়ে গলিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর চাল এবং ডাল আলাদা কোরে বেটে নিতে হবে। বাঁটা হোলে দুটো ব্যটার খুব ভালো কোরে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    সাথে ময়দা ভালভাবে মিশিয়ে তাতে মৌরী,নুন,গুড় আর পরিমান মত জল দিয়ে গোলা তৈরী করতে হবে। বেশি যেন পাতলা না হয় গোলাটা।

  4. 4

    এরপর গোলাটা ১/২ ঘণ্টা ঢেকে রাখতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে একটা চামচে করে গোলা নিয়ে ডুবো তেলে ছেড়ে দিতে হবে। লুচি র মতো ফুলে উঠলে, উল্টে দিতে হবে।

  5. 5

    আঁচ মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে।
    এরপর সোনালির করে ভেজে নামিয়ে নিলেই রেডি গুড়পিঠে।

  6. 6

    এর সাথে মুড়ি, কঁাচালংকা, মটরশুঁটি, দিয়ে পরিবেশন কোরলাম আমার প্রিয় গুরপিঠে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bulbul Chattopadhyay
Bulbul Chattopadhyay @cook_28333892

মন্তব্যগুলি (3)

Similar Recipes