মোচার ঘন্ট (mochar ghonto recipe In Bengali)

Mousumi Bhattacharjee
Mousumi Bhattacharjee @cook_25673205

#ফেব্রুয়ারী৩
#মোচারঘন্ট

এই রান্না টি খুবই সুস্বাদু। এই সময় যে কোনো সকালের অনুষ্ঠানে এই রান্না হয়ে থাকে। আমাদের বাড়িতে এই রান্নাটি প্রায় হয়ে থাকে , আর সকলে খেতে খুব ভালোবাসে।

মোচার ঘন্ট (mochar ghonto recipe In Bengali)

#ফেব্রুয়ারী৩
#মোচারঘন্ট

এই রান্না টি খুবই সুস্বাদু। এই সময় যে কোনো সকালের অনুষ্ঠানে এই রান্না হয়ে থাকে। আমাদের বাড়িতে এই রান্নাটি প্রায় হয়ে থাকে , আর সকলে খেতে খুব ভালোবাসে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৫ জনের জন‍্য
  1. ২০০ গ্রামএকটি মোচা
  2. ৫০ গ্রাম ছোলা (আগের দিন ভিজিয়ে রাখা)
  3. ১চা চামচগোটা জিড়ে
  4. ১ টি শুকনো লঙ্কা
  5. ১টি তেজপাতা
  6. ২ চিমটি হলুদ গুঁড়ো
  7. ১চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচ আদাবাটা
  10. ২ টেবিল চামচ চিনি
  11. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. ৩ টে আলু
  14. ১চা চামচ গরম মশলার গুঁড়ো
  15. ১চা চামচ ঘী

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মোচা ছাড়িয়ে কুচি করে কেটে নিলাম সাথে আলুগুলো ও ডুমোকরে কেটে নিলাম।

  2. 2

    তার পর ধুয়ে মোচা, ছোলা ও আলু একসাথে ২ সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম।

  3. 3

    এরপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একে একে ফোড়ন গুলো ঢেলে দিলাম।

  4. 4

    তার পর তার মধ্যে সেদ্ধ করা মোচা,ছোলা আর আলুটা ঢেলে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে কষে নিলাম।

  5. 5

    এরপর নুন মিষ্টি দিয়ে কিছুক্ষণ ঢাকা অবস্থায় রেখে কম আঁচে ফুটতে দিলাম।

  6. 6

    হয়ে এলে তার মধ্যে গরমমশলার গুঁড়ো ও ঘী দিয়ে নামিয়ে,গরম গরম সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Bhattacharjee
Mousumi Bhattacharjee @cook_25673205

মন্তব্যগুলি

Similar Recipes