চিঁড়ের পোলাও (Chirer polao recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

#স্মলবাইটস

চিঁড়ের পোলাও (Chirer polao recipe in Bengali)

#স্মলবাইটস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০গ্রাম চিড়ে (মোটা)
  2. ২টো পেঁয়াজ মাঝারি সাইজের
  3. ১ বাটিমটরশুঁটি সেদ্ধ
  4. ১মুঠো বাদাম
  5. ১টেবিল চামচ কারিপাতা
  6. ১/৪ চা চামচ সরষে
  7. ১টা শুকনো লঙ্কা
  8. ২টো কাঁচা লঙ্কা কুচি
  9. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১টেবিল চামচ ঘি
  11. ১চা চামচ চিনি
  12. ২টেবিল চামচ নারকেল কোরা
  13. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  14. স্বাদ মতলবণ
  15. পরিমান মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিড়ে ভালো করে ঝেরে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা ঝাঁঝরি তে চিড়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখতে হবে। সব উপকরণ গুছিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে বাদাম ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    ঐ তেলে কারিপাতা, সরষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ স্বচ্ছ মতো হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ মটরশুঁটি দিয়ে একটু ভেজে ওতে কাঁচা লঙ্কা কুচি ও হলুদ গুঁড়ো মিশিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজানো চিড়ে দিতে হবে।

  3. 3

    এরপর স্বাদ মতন লবণ ও চিনি দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে ভাজা বাদাম, ঘি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। উপরে ধনেপাতা কুচি ও নারকেল কোরা দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

মন্তব্যগুলি (6)

Similar Recipes