ডালিয়ার খিচুড়ি(dalia khichdi recipe in Bengali)

Kuheli Basak
Kuheli Basak @cookwithkuheli
Kolkata

#GA4
#Week7
আমি KHICHDI শব্দটি ব্যবহার করেছি

ডালিয়ার খিচুড়ি(dalia khichdi recipe in Bengali)

#GA4
#Week7
আমি KHICHDI শব্দটি ব্যবহার করেছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপদলিয়া
  2. 1 কাপমুগ ডাল
  3. 2টেবিল চামচ তেল
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 2 টি মাঝারি পেঁয়াজ কুচি
  7. 1/2 কাপগাজর কুচি
  8. 1/2 কাপবিন্স
  9. 1/2 কাপ কড়াইশুঁটি
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  12. 1 চা চামচজিরে গুঁড়া
  13. 1/2 চা চামচগরম মসলা গুঁড়া
  14. 1 চা চামচঘি
  15. 2 টি কাঁচা মরিচ
  16. স্বাদ মতলবণ
  17. 1 টি বড় টমেটো কুচি
  18. 1/2 কাপফুলকপি ছোট টুকরো করা
  19. 1/2 চা চামচগোটা জিরে
  20. 1/3 কাপধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    দলিয়া ও ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে।

  2. 2

    এবার একটি প্রেসার কুকারে ডাল ও দলিয়া সিদ্ধ করে নিতে হবে

  3. 3

    এবার কড়াইয়ে তেল গরম হলে গোটা জিরে ফোরণ দিয়ে পিয়াঁজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।এবার একে একে আদা রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে কষিয়ে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়া মিশিয়ে সবজি কুচি দিয়ে কষাতে হবে

  4. 4

    ভালো করে কষানো হলে দলিয়া ও ডাল সিদ্ধ দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মত জল দিয়ে ফুটে উঠলে ঢাকা দিয়ে রান্না করতে হবে সবজি সিদ্ধ হওয়া অবধি।

  5. 5

    এবার ধনেপাতা কুচি দিয়ে আবার ঢেকে 5মিনিট রান্না করে ঢাকা খুলে গরম মসলা গুঁড়া ছড়িয়ে ও ঘী দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রাখতে হবে 10মিনিট।

  6. 6

    তৈরি হয়ে গেল দলিয়া খিচুড়ি। গরম গরম পরিবেশন করুন পাঁপড় সেকা বা ভাজা দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kuheli Basak
Kuheli Basak @cookwithkuheli
Kolkata
love to cook and learn different innovative recipes...
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes