গলদা চিংড়ির মালাইকারি (Galda chingrir malaikari recipe in Benga

Sarmi Sarmi
Sarmi Sarmi @7974_2009SSK

#GA4
#week18
গোল্ডেন আ্যপরণ এর ‌18 তম সপ্তাহে আমি‌ ফিস বেছে নিয়েছি।আজ বানালাম গলদা চিংড়ির মাছের মালাইকারি।

গলদা চিংড়ির মালাইকারি (Galda chingrir malaikari recipe in Benga

#GA4
#week18
গোল্ডেন আ্যপরণ এর ‌18 তম সপ্তাহে আমি‌ ফিস বেছে নিয়েছি।আজ বানালাম গলদা চিংড়ির মাছের মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ৫/৬‌টা গলদা চি়ংড়ি মাছ
  2. ১টা নারকেল
  3. ১টা পিঁয়াজ
  4. ২চা চামচ আদা বাটা
  5. ১কাপ টমেটো বাটা
  6. ২/৩টি কাঁচা লঙ্কা
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো ১/২
  10. স্বাদ অনুযায়ী লবণ
  11. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  12. পরিমাণ মতো সরষের তেল
  13. ২‌চা চামচ ফ্রেশ‌ ক্রিম
  14. ১টি তেজপাতা
  15. প্রয়োজন মতো গোটা গরম মশলা সামান্য
  16. স্বাদ মতো সামান্য চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে নিতে হবে। মাছের মধ্যে লম্বা কাঠি ঢুকিয়ে দিতে হবে যাতে মাছ ভাজার সময় মাছ সোজাই থাকবে।তারপর লবণ ও হলুদ দিয়ে মেখে হাল্কা করে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মসলা ‌ফোরণ দিয়ে এক এক করে পিঁয়াজ বাটা, আদা, রসুন বাটা, টমেটো বাটা, দিয়ে ভালো করে কষতে হবে। তারপর সব গুঁড়ো মসলা দিয়ে দিতে হবে। নারকেল কোরা গরম জলে দিয়ে এর‌ থেকে দুধ‌‌ বের‌ করতে হবে।

  3. 3

    এবার নারকেল এর দুধ‌ দিয়ে দিতে হবে। লবণ ও সামান্য চিনি দিতে হবে। কাঁচা লঙ্কা দিতে হবে। ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmi Sarmi
Sarmi Sarmi @7974_2009SSK

Similar Recipes