একোয়া দে জমাইকা লেমোনেড (Aqua de jamaica lemonade recipe in Bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#পানীয
আমাদের দেশে এত জবা ফুল পাওয়া যায় কিন্তু আমার এই ফুল কে আমাদের খাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করিনি। অথচ আফ্রিকায় এটি ভীষণ ভাবে পানীয় হিসেবে ব্যাবহ্রূত হয়। ওখানকার দোকানে সুকনো ফুল বিক্রি হয়। টি ব্যাগে র মতো ব্যাগ ও পাওয়া যায়। এটির প্রচুর আয়ুরবেদিক গুনাগুন আছে। আর রুপে তো সবাই মুগ্ধ না হয়ে পারবে না।

একোয়া দে জমাইকা লেমোনেড (Aqua de jamaica lemonade recipe in Bengali)

#পানীয
আমাদের দেশে এত জবা ফুল পাওয়া যায় কিন্তু আমার এই ফুল কে আমাদের খাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করিনি। অথচ আফ্রিকায় এটি ভীষণ ভাবে পানীয় হিসেবে ব্যাবহ্রূত হয়। ওখানকার দোকানে সুকনো ফুল বিক্রি হয়। টি ব্যাগে র মতো ব্যাগ ও পাওয়া যায়। এটির প্রচুর আয়ুরবেদিক গুনাগুন আছে। আর রুপে তো সবাই মুগ্ধ না হয়ে পারবে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মি:+5মি:
4 সারভিংস
  1. 1 কাপসুকনো জবা ফুল
  2. 1ইন্চি আদা
  3. 1 লিটারজল
  4. স্বাদমতোচিনি
  5. 1 কাপঅরেঞ্জ/লেমন স্কোয়াস
  6. 1 টিপাতিলেবুর
  7. পরিমাণ মতবরফ
  8. 1 মুঠোপুদিনার পাতা

রান্নার নির্দেশ সমূহ

30মি:+5মি:
  1. 1

    ফুল সুকিয়ে নিতে হবে ছায়ায়।

  2. 2

    জল গরম করে ফুটতে শুরু করলে আদা আর চিনি দিয়ে দিয়ে দেব। এবার ফুলগুলো ধুয়ে দিয়ে দেব। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে। তার পর ছেঁকে নিতে হবে।

  3. 3

    গ্লাসে লেমন স্কোয়াশ ঢেলে তার ওপর বরফ দিয়ে তার ওপর ফুলের নির্যাস ঢেলে দেবো এবার লেবুর টুকরো আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

Similar Recipes