সিরকা আম (Sirka Aam recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#ম্যাঙ্গোম্যানিয়া
আমের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বানালাম সিরকা আম। এই আচার টি টক মিষ্টি ও হাল্কা ঝালে তৈরি। খুব কম মসলা অথচ স্বাস্থ্যকর ও স্বাদে ভরপুর রেসিপি। খুব সুন্দর একটা সোনালী রং হয়। পোলাও, বিরিয়ানির সঙ্গে খুব ভালো লাগে। আমার ঠাকুমার ঝুলি থেকে নেয়া এই রেসিপি আজ কুকপ্যাড এ শেয়ার করতে পেরে ধন্য মনে করছি।

সিরকা আম (Sirka Aam recipe in Bengali)

#ম্যাঙ্গোম্যানিয়া
আমের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বানালাম সিরকা আম। এই আচার টি টক মিষ্টি ও হাল্কা ঝালে তৈরি। খুব কম মসলা অথচ স্বাস্থ্যকর ও স্বাদে ভরপুর রেসিপি। খুব সুন্দর একটা সোনালী রং হয়। পোলাও, বিরিয়ানির সঙ্গে খুব ভালো লাগে। আমার ঠাকুমার ঝুলি থেকে নেয়া এই রেসিপি আজ কুকপ্যাড এ শেয়ার করতে পেরে ধন্য মনে করছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২ -১৫ মিনিট
১০/১২ জন
  1. ৩ টি (৩০০ গ্রাম) কাঁচা আম
  2. ১০০ গ্রাম চিনি
  3. ১.৫ টেবিল চামচ আদা কুচি
  4. ২ টেবিল চামচ শুকনো লঙ্কা খুব মিহি করে কাটা (বীজ ছাড়া)
  5. ১/২ কাপ সিরকা
  6. ১ চা চামচ বা স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

১২ -১৫ মিনিট
  1. 1

    কাঁচা আম নিতে হবে যে গুলো ভিতরে হাল্কা আঁটি হয়ে গেছে অথচ খুব বেশী আঁটি হয় নি সেরকম। আম আগে ধুয়ে শুকিয়ে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নিতে হবে। চিনি ও জল ফুটিয়ে নিতে হবে।

  2. 2

    চিনির সিরা ফুটে উঠলে আদা কুচি যোগ করে ২ মিনিট ফুটিয়ে সিরকা যোগ করে দিতে হবে। এরপর চিনির সিরা ও আদা স্বচ্ছ দেখা যাবে।

  3. 3

    এরপরের কাজ হবে শুকনো লঙ্কা কুচি সিরা তে যোগ করা। আদা ও লঙ্কার ফ্লেভার সিরা তে মিশে যাবে। আমের ফালি ও নুন যোগ করে নাড়িয়ে দিতে হবে। ৫/৭ মিনিটের জন্য চড়া আঁচে রান্না হবে। ২/১ একবার হাল্কা হাতে ওপর নিচে করে দিতে হবে যাতে করে আম ও সিরা ভালো ভাবে মিশে যায়। সোনালী ও স্বচ্ছ রঙ ধরবে আর আমের ফালি গুলো যেন না গলে যায় সেভাবে গ্যাস বন্ধ করে দিতে হবে। সিরকা আম ঠান্ডা হলে কাঁচের জারে স্টোর করে রাখুন। মাঝে রোদ্দুরে রাখবেন। শুকনো চামচ ব্যবহার বা জলের সংস্পর্শে না হলে এই আচার টি বছরের পর বছর রেখে খাওয়া যায়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes