চিকেন কষা (Chicken kosha recipe in Bengali)

indrani
indrani @indrani_123

চিকেন কষা (Chicken kosha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামচিকেন
  2. 1টেবিল চামচ আদা বাটা
  3. 2 টেবিল চামচ রসুন বাটা
  4. 1 টি টমেটো
  5. 1 চা চামচ জিরে গুঁড়ো
  6. 1 চা চামচ ধনে গুঁড়ো
  7. স্বাদ মত কাঁচা লংকা বাটা
  8. স্বাদ মত লঙ্কা গুঁড়ো
  9. 1 টি তেজপাতা
  10. 1 চা চামচ গরম মশলা
  11. 2 টি পেয়াঁজ কুচি
  12. স্বাদমতোনুন
  13. প্রয়োজন মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাংস ভালো করে ধুয়ে আদা, রসুন বাটা আর সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে 30 মিনিট।

  2. 2

    কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিতে হবে, তারপর পেয়াঁজ কুচি দিয়ে ভালো করে ভেজে তারপর চিকেন দিয়ে ভালো করে নাড়তে হবে

  3. 3

    টমেটো কুচি দিয়ে অল্প আঁচে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা দিয়ে। স্বাদ মত নুন দিতে হবে। গরম জল দিয়ে ফুটিয়ে নিতে গ্যাস কমিয়ে ঢাকা দিতে হবে।

  4. 4

    মাংস সেদ্ধ হলে গরম মশলা দিয়ে এক ফুট দিয়ে নামতে হবে। গরম ভাত দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
indrani
indrani @indrani_123

Similar Recipes