শসার রায়তা (Soshar raita recipe in Bengali)

Mita Roy
Mita Roy @cook_182018

এটা শরীরের জন্য খুব ভালো । হজমে সাহায্য করে আর ফ‍্যাট গলতে সাহায্য করে ।

শসার রায়তা (Soshar raita recipe in Bengali)

এটা শরীরের জন্য খুব ভালো । হজমে সাহায্য করে আর ফ‍্যাট গলতে সাহায্য করে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

০০
  1. ১ টা বড়ো আকাড়ের শসা
  2. ২ টো কাঁচালঙ্কা
  3. ১ কাপ টকদই
  4. ১ টা পেয়াজ
  5. ২চা চামচ ধনেপাতা
  6. ১/২ চা চামচ চাটমশলা
  7. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  8. ১ চা চামচ নুন
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

০০
  1. 1

    শসা কুচি, পেয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাচালঙ্কা কুচি, চাটমশলা, জিরেগুড়ো, নুন,গোলমরিচ গুড়ো নিয়ে নিলাম ।

  2. 2

    এবার একটি পাত্রে টকদই ফেটিয়ে নিয়ে তারপর সমস্ত মশলা দিয়ে মিশিয়ে নিলাম ।

  3. 3

    তাতে সমস্ত কুচি গুলো দিয়ে একসাথে মিশিয়ে নিলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mita Roy
Mita Roy @cook_182018

Similar Recipes