পটলান্ন (Potolanno recipe in Bengali)

Purnashree Dey Mukherjee
Purnashree Dey Mukherjee @cook_24922199

#পটলমাস্টার
এইটি একটি সাবেকি নিরামিষ রান্না। অল্প উপকরণ ও খুবই তারাতারি হয়ে যায়

পটলান্ন (Potolanno recipe in Bengali)

#পটলমাস্টার
এইটি একটি সাবেকি নিরামিষ রান্না। অল্প উপকরণ ও খুবই তারাতারি হয়ে যায়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রাম পটল
  2. ১৫০ গ্রাম আলু
  3. ৪ চা চামচসরিষার তেল
  4. ১ চা চামচ ঘী
  5. ১ টা গোটা শুকনো লঙ্কা
  6. ২ চা চামচ আদা বাটা
  7. ২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  8. ১/৪ চা চামচ গোটা জিড়া
  9. ১ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১ টা টোমেটো
  12. ১ টা গোটা এলাচ
  13. ৪ টে গোটা লবঙ্গ
  14. ১ টা ছোট গোটা দারুচিনি
  15. ২ চা চামচ নুন
  16. ১ চা চামচ হলুদ
  17. ১ চা চামচ চিনি
  18. ৫০ গ্রাম গোবিন্দভোগ চাল
  19. ১০ টা কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সমস্ত কাচা সবজি ধুয়ে কেটে নিলাম। পটল আর আলু ভালোকরে ভেজে নিলাম

  2. 2

    ভেজে নেওয়ার পর ওই তেলে গোটা মশলা ফোড়ন দিলাম। তারপর তাতে আদা ও লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার তাতে টোমেটো দিয়ে কশিয়ে নিলাম

  3. 3

    এরপর একে একে বাকি গুড়া মশলা, নুন, হলুদ, চিনি দিলাম। মশলা ভালোকরে কশে গেলে তাতে ভেজে রাখা পটল ও আলু দিয়ে মিশিয়ে নিলাম

  4. 4

    এইবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালোকরে মিশিয়ে ২ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিট রান্না হতে দিলাম

  5. 5

    ১৫ মিনিট পর ঢাকা খুলে দেখলাম চাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে । এখন রান্না শেষ। গ্যাস বন্ধকরে ১ চামচ ঘী ও কিসমিস দিয়ে নাড়িয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম

  6. 6

    গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটলান্ন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Purnashree Dey Mukherjee

Similar Recipes