এগ চিকেন রোল (Egg chicken roll recipe in Bengali)

Debjani Paul
Debjani Paul @bake0clock

#খুশির ঈদ্
এই ঈদ উপলক্ষে আমি একটা রেসিপি পোস্ট করতে পেরে খুব ভালো লাগছে।

এগ চিকেন রোল (Egg chicken roll recipe in Bengali)

#খুশির ঈদ্
এই ঈদ উপলক্ষে আমি একটা রেসিপি পোস্ট করতে পেরে খুব ভালো লাগছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৩জনের জন্য
  1. ২কাপ ময়দা
  2. ৩চা চামচ তেল
  3. ২চা চামচ নুন
  4. ২০০ গ্রাম বোনলেস চিকেন
  5. ১টি পিঁয়াজ কুচি
  6. ১ চা চামচ আদারসুন বাটা
  7. ১/২ চা চামচ লঙ্কা বাটা
  8. ১/২চা চামচ হলুদ
  9. ৩টি ডিম
  10. ১কাপ শসা কুচি
  11. ১কাপ টমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    সরকার জন্য, ময়দা ময়ান, নুনদিয়ে মেখে ঢেকে রাখ।

  2. 2

    চিকেনের সাথে সব মশলা মাখিয়ে ফ্রাই করে নাও। শসা দেবে না, আর টমেটো কুচি অল্প রেখে দেবে।

  3. 3

    ডিম ফেটিয়ে তিনটি ওমরের করে রাখতে হবে।

  4. 4

    এরপরে তিন টি রুটির আকারে পরটা বানিয়ে তারমধ্যে প্রথমে ওমলেট,চিকেন, তারপর শসা, টমেটো কুচি ভরে রোল করে কাগজে মুড়ে গরম গরম, পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Paul
Debjani Paul @bake0clock

Similar Recipes