ম্যাংগো মালাই চমচম(Mango Malai chomchom recipe in Bengali)

OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata

খুশির ঈদ উপলক্ষে মিষ্টিমুখ না করলে একেবারেই চলে না। তাই আজ শেয়ার করছি ম্যাঙ্গো মালাই চমচম এর রেসিপি।
#খুশিরঈদ

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩ জন
  1. ২½লিটার দুধ
  2. ৪ টেবিল চামচ মিল্ক পাউডার
  3. ২টো পাকা আমের ক্বাথ
  4. ১ কাপ কনডেন্স মিল্ক
  5. ৩ টেবিল চামচ চিনি
  6. প্রয়োজন অনুযায়ীঘি
  7. প্রয়োজন অনুযায়ীসামান্য দুধে ভেজানো কেশর
  8. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  9. পরিমান মতোরোস্টেড আলমন্ডস, কাজু,পেস্তা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    ম্যাঙ্গো মালাই চমচম বানানোর জন্য ১ লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে ঘী দিয়ে তাতে ১/২ কাপ দুধ দিতে হবে।

  3. 3

    এরপর ৪ টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে রাখা ছানা, ২ টো পাকা আমের কাথ এবং ১/২ কাপ কনডেন্সড মিল্ক মিশিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে মাঝারী আঁচে যতক্ষন অবধি না মিশ্রনটি শুকিয়ে মন্ড আকারে তৈরি হয়ে যায়।

  4. 4

    মন্ড তৈরি হয়ে গেলে অল্প অল্প করে মন্ড নিয়ে হাতে ঘী লাগিয়ে চ্যাপ্টা আকারে গড়ে নিতে হবে।

  5. 5

    এরপর কড়াইতে আবার ঘী দিয়ে ১ লিটার দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে তাতে ১/২ কাপ কনডেন্সড মিল্ক এবং ৩ টেবিল চামচ চিনি দিয়ে তৈরি করে রাখা ম্যাঙ্গো মালাই বল তাতে দিয়ে দিতে হবে।

  6. 6

    এরপর দুধে ভেজানো কেশর,এলাচ গুঁড়ো,রোস্টেড আলমন্ডস,কাজু, পেস্তা কুচি এবং ড্রাই রোস পেটালস উপরে ছড়িয়ে পরিবেশন করতে হবে এই ম্যাঙ্গো মালাই চমচম 😋

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

মন্তব্যগুলি (12)

দ্বারা রচিত

OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata
Ranna Korte khub I valobasi..
আরও পড়ুন

Similar Recipes